উচ্চশিক্ষার জন্য জার্মানি যেতে চান?
SA-23K 488
উচ্চশিক্ষার জন্য যাঁরা ইউরোপে যেতে চান, তাঁদের অনেকেরই পছন্দের গন্তব্য জার্মানি। প্রতিবছর সে দেশে পড়তে যাচ্ছেন বাংলাদেশের বহু শিক্ষার্থী। জার্মানিতে পড়ালেখা বা বৃত্তির সুযোগগুলো কী কী, জানতে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও পেশাজীবীদের সঙ্গে কথা বলেছিলাম আমরা।
১. স্নাতকের জন্য আবেদন করা যায়?
হ্যাঁ, করা যায়। কোন বিশ্ববিদ্যালয়গুলো জার্মান সরকার স্বীকৃত, জানা যাবে এই ওয়েবসাইটে: anabin. kmk.org/no_cache/filter/institutionen.html। স্নাতকে ভর্তি হতে হলে উচ্চমাধ্যমিকের সনদ, জার্মান ভাষা দক্ষতার সনদ, মোটিভেশন লেটার ও প্রয়োজনীয় কাগজ জমা দিতে হয়। স্নাতকে অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে জার্মান ভাষায় পড়ানো হয় বলে জার্মান ভাষা দক্ষতা সনদের প্রয়োজন পড়বে। অন্তত বি২ লেভেল পর্যন্ত জার্মান ভাষা জানা থাকা দরকার।
২. বৃত্তির সুযোগ কেমন?
জার্মানির ব্রেমেন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন অশ্চুতা নন্দ। লেখাপড়ার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রকৌশলী হিসেবে খণ্ডকালীন চাকরি করেন মেরেন্টিস নামের জার্মান কোম্পানিতে। লেখাপড়ার বিষয়—কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। তিনি বলেন, ‘২০১৯ সালে আমি আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগ থেকে স্নাতক করি। জার্মান পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো টিউশন ফি দিতে হয় না। তবে থাকা–খাওয়ার খরচ নিজেকেই বহন করতে হয়। এক বছর থাকা–খাওয়ার জন্য যে অর্থ প্রয়োজন, তা আগে পাঠিয়ে দিতে হয়। জার্মানিতে আসার পর প্রতি মাসে সেখান থেকে আপনাকে টাকা দেওয়া হবে। এখন এ অর্থের পরিমাণ ১১ হাজার ২০৮ ইউরো।’
সূএ : প্রথম আলো