১-৭ মেধাক্রম রেখে রাবির শিক্ষক নিয়োগ নীতিমালা পাস

১-৭ মেধাক্রম রেখে রাবির শিক্ষক নিয়োগ নীতিমালা পাস

NT- 22K 800

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ নীতিমালা-২০২২ অনুমোদিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদনের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে মেধাক্রম ১ থেকে ৭ এর মধ্যে থাকতে হবে। উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে বুধবার (১৪ সেপ্টেম্বর ) রাতে বিশ্ববিদ্যালয়ের ৫১৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসারে শিক্ষক পদে আবেদনের জন্য একজন প্রার্থীর অনার্স ও মাস্টার্স ফল ন্যূনতম সিজিপিএ-৩.৫ এবং মেধাক্রমে ১ থেকে ৭ এর মধ্যে থাকতে হবে। তাছাড়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যদি কোনও প্রার্থীর অনার্স ও মাস্টার্সের ফল ৩.৫ না থাকে, সেক্ষেত্রে তা শিথিলযোগ্য হবে। তবে সেটা ইউজিসি প্রদত্ত শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসারে গণ্য করা হবে।

সূত্রঃ banglatribune

Leave a Comment