ওবামা ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

ওবামা ফাউন্ডেশনের বৃত্তি নিয়ে যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ

NT 28K 741

কলম্বিয়া ইউনিভার্সিটিতে এই প্রোগ্রামের আওতায় পড়াশোনার জন্য—

  • নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। যাঁরা ইতিমধ্যে নিজ দেশে অর্থপূর্ণ অবদান রেখেছেন।
  • বয়স ২৬ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
  • নিজ সম্প্রদায় বা দেশে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতি থাকতে হবে। প্রোগ্রাম শেষে নিজ দেশে ফিরে গিয়ে উন্নত প্রশিক্ষণ ও দক্ষতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
  • ইতিবাচকভাবে নিজ সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠন করার ক্ষমতা এবং প্রবণতা থাকতে হবে।
  • ইংরেজি ভাষা দক্ষতার স্কোর থাকতে হবে। এর মধ্যে গত পাঁচ বছরে টোফেল (আইবিটি) স্কোর ১০০, টোফেল (পিবিটি) স্কোর ৬০০, আইইএলটিএস ৭.০, পিটিই একাডেমিক ৬৮ ও ডিইটিতে ১২০ স্কোর থাকতে হবে।

সুযোগ-সুবিধা
এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদে যুক্তরাষ্ট্রে থাকার মতো মাসিক ভাতা, স্টুডিও অ্যাপার্টমেন্ট, টিউটশন ফি দেওয়া হবে। এ ছাড়া নিজ দেশ থেকে যুক্তরাষ্ট্রে যাতায়াতে বিমান ভাড়াসহ স্বাস্থ্য ও জীবনবিমার সুযোগ আছে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • সিভি
  • ভিডিও স্টেটমেন্ট
  • সংক্ষিপ্ত নিবন্ধ
  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ
  • লেটার অব রেকমেন্ডেশন (দুটি)

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওবামা ফাউন্ডেশনের ওয়েবসাইটে বা ওয়ার্ল্ড প্রজেক্টের ওয়েবসাইটের এই লিংকে প্রোগ্রাম–সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে। এরপর একই লিংকের নিচে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ জানুয়ারি ২০২৩।

 

 

 

 

সুত্রঃ প্রথম আলো 

1 Comment

  1. Bolvadin / Afyonkarahisar
    March 8, 2024

    I enjoyed the practical tips you provided on [topic]. Very helpful! | Trendiest Short Brown Hairstyles and Haircuts to Try

Leave a Comment