৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে শিগগির

NT 61K394

৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি শিগগিরই জারি করা হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য সরকারি কর্মকমিশনের (পিএসসি) তথ্যসংশ্লিষ্ট তথ্য পাঠানো হয়েছে।

৪৭তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভায় সচিব বলেন, ৪৭তম বিসিএসটি একেবারে নতুন। এটি দেওয়ার জন্য তাঁরা প্রস্তুত। এটি এখন বিজ্ঞপ্তি জারির পর্যায়ে আছে। পুনর্গঠিত পিএসসি প্রথম বিজ্ঞপ্তি দিলে এটি দেবে। ক্যাডার পদ ছাড়াও এই বিসিএসের মাধ্যমে নন–ক্যাডারে ৩২৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

লিখিত বক্তব্যে বলা হয়, ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনকে নিয়োগের জন্য গেজেট প্রকাশিত হয়েছে। আগামী ১ জানুয়ারি তাঁদের যোগদানের জন্য তারিখ নির্ধারিত আছে। গেজেট প্রকাশের পর বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা সৃষ্টি হওয়ায় স্বচ্ছ প্রার্থী নিয়োগের স্বার্থে গোয়েন্দা সংস্থার মাধ্যমে অধিকতর যাচাই–বাছাই চলমান আছে। এ ছাড়া এ বিসিএসের মাধ্যমে নন–ক্যাডার পদে ৬৪২ জনকে নিয়োগ দেওয়া হবে।

৪৪তম, ৪৫তম এবং ৪৬তম বিসিএস নিয়ে ইতিমধ্যে যে সিদ্ধান্ত নেওয়া তার তথ্যও তুলে ধরেন সচিব। এর মধ্যে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান ছিল। এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১১ হাজার ৭৩২ জন প্রার্থী। এর মধ্যে ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল। গত ৫ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছিল। এখন নতুন কমিশন গঠনের পর আগে নেওয়া ৩ হাজার ৯৩০ জনের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে তাঁরাসহ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থী, অর্থাৎ ১১ হাজার ৭৩২ জনের মৌখিক পরীক্ষা নতুন করে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই বিসিএসে ক্যাডার পদ ১ হাজার ৭১০টি। এ ছাড়া ১ হাজার ৭৯১টি নন–ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া ৪৫তম বিসিএসে বাছাই পরীক্ষায় ১২ হাজার ৭৮৯ প্রার্থী উত্তীর্ণ হয়েছিল। লিখিত পরীক্ষার উত্তরপত্র প্রথম পরীক্ষকের মাধ্যমে মূল্যায়ন শেষে দ্বিতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। নতুন পিএসসি গঠনের পর সব উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে। এরপর ভিত্তিতে পরবর্তী কাজ শুরু হবে। এই বিসিএসে ক্যাডার পদে পদ ২ হাজার ৩০৯টি এবং নন–ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ৫৭০টি।

৪৬তম বিসিএসের বাছাই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ৯ মে। এই পরীক্ষায় ১০ হাজার ৬৩৮ প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। এ ক্ষেত্রে বৈষম্য দূর করার লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সমসংখ্যক অর্থাৎ আরও ১০ হাজার ৬৩৮ জন যুক্ত করে মোট ২১ হাজার ২৭৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করা পুনরায় ফলাফল ঘোষণা করা হবে। এই বিসিএসে ক্যাডার পদ ৩ হাজার ১৪০টি। এ ছাড়া এই বিসিএসে ১ হাজার ১১১ জন নন–ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

সূত্র: prothomalo

You can see these Job News posts also on our Facebook.

Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group

 

আরও পড়ুন

            ― সরকারি চাকরির বিজ্ঞপ্তি

            ― চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন

            ― নতুন পুরাতন পণ্য কিনুন 


Post Related Things:

Jobs exam alert , Job news , Job news today , Job newspaper , Bdjobs govt , Bdjobs kb , BDjobs circular , Jagojobs , Ntv jobs , Ntv jobs news , Prothom alo jobs , Prothom alo job circular today, Bangladesh pratidin jobs , Bangladesh pratidin job circular , Azadi jobs , Azadi jobs in Chittagong, Prothom alo chakri bakri , বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকের খবর , চাকরির খবর , সাপ্তাহিক চাকরির খবর 2023 , আজকের চাকরি খবর , আজকের চাকরির খবর 2023, জাগো জবস , জাগো নিউজ , বিডি জবস , আজাদী জবস , আজাদী , New job exam, Exam result

Leave a Comment