বিবিএ-এমবিএ করেছি মার্কেটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের এই ভাইভা হয়েছিল ২০২০ সালের নভেম্বর। বাংলাদেশ ব্যাংক এর দেওয়া আমার দ্বিতীয় ভাইভা এটি। ভাইভা বোর্ডে ছিলেন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক এর একজন ডেপুটি গভর্নর ও আরো দুজন পরীক্ষক।
আমাকে শুধু চেয়ারম্যান স্যার প্রশ্ন করেছেন, বাকি দুজন পরীক্ষক কোনো প্রশ্ন করেননি। ভাইভা রুমে পাঁচ-ছয় মিনিটের মতো ছিলাম।
আমি : (দরজা খুলে) আসতে পারি, স্যার?
চেয়ারম্যান : আসুন।
আমি : (কাছে গিয়ে) আসসালামু আলাইকুম, স্যার।
চেয়ারম্যান : ওয়া আলাইকুমুস সালাম। বসুন।
চেয়ারম্যান : আপনি কোথায় পড়ালেখা করেছেন?
আমি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
চেয়ারম্যান : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য কে?
আমি : জনাব ড. মীজানুর রহমান (তিনি তখন উপাচার্য ছিলেন)।
চেয়ারম্যান : আপনার কোন ডিপার্টমেন্ট ছিল?
আমি : মার্কেটিং।
চেয়ারম্যান : মার্কেটিংয়ের জনক বলা হয় কাকে?
আমি : ফিলিপ কটলারকে মার্কেটিংয়ের জনক বলা হয়।
চেয়ারম্যান : ফিলিপ কটলার কোন দেশের নাগরিক?
আমি : তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক।
চেয়ারম্যান : তিনি কোন বিষয়ে অধ্যাপনা করেন?
আমি : তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটিং বিষয়ে অধ্যাপনা করছেন।
চেয়ারম্যান : ফিলিপ কটলার কোন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন?
আমি : অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
চেয়ারম্যান : ফিলিপ কটলারের দুটি বিখ্যাত বইয়ের নাম বলুন।
আমি : তাঁর অনেকগুলো বিখ্যাত বই আছে। এর মধ্যে অন্যতম বিখ্যাত দুটি বই হলো— Principles of Marketing ও Marketing Management.
চেয়ারম্যান : আপনি যেহেতু মার্কেটিংয়ের ছাত্র, নিশ্চয়ই ব্যাংকিং সম্পর্কেও পড়েছেন!
আমি : জি স্যার, পড়েছি।
চেয়ারম্যান : বাংলাদেশ ব্যাংক কী কী কাজ করে থাকে?
আমি : স্যার, বাংলাদেশ ব্যাংক যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে—নোট ইস্যু করে, মুদ্রানীতি প্রণয়ন করে, মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে, ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে, নিকাশঘর হিসেবে কাজ করে, সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ করে, বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণ নীতিমালা প্রণয়ন করে।
চেয়ারম্যান : বাংলাদেশ ব্যাংক বৈদেশিক ঋণের নীতিমালা প্রণয়ন করে না। এ কাজ অর্থ মন্ত্রণালয়ের একটি বিভাগ করে থাকে।
আমি : স্যরি, স্যার।
চেয়ারম্যান : আপনারা সেন্ট্রাল ব্যাংকার হবেন। আপনাদের এ বিষয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে।
আমি : আচ্ছা, স্যার।
চেয়ারম্যান : আচ্ছা বলুন তো, অর্থ মন্ত্রণালয়ের বিভাগ কয়টি?
আমি : অর্থ মন্ত্রণালয়ের চারটি বিভাগ রয়েছে, স্যার।
চেয়ারম্যান : বিভাগগুলো কী কী?
আমি : অর্থ মন্ত্রণালয়ের বিভাগগুলো হচ্ছে—
১. অর্থ বিভাগ (Finance Division)
২. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (Financial Institutions Division)
৩. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (Economic Relations Department)
৪. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (Internal Resources Division)
চেয়ারম্যান : (পরীক্ষকদের উদ্দেশে) আপনারা কোনো প্রশ্ন করবেন? (পরীক্ষকরা না-সূচক জবাব দিলেন)
চেয়ারম্যান : আচ্ছা, আপনি আসতে পারেন।
আমি : ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম।
গ্রন্থনা : এম এম মুজাহিদ উদ্দীন