Oklahoma University Scholarship in USA 2023

Scholarship in USA – ইউনিভার্সিটি অব ওকলাহোমা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বেশ কয়েকটি স্কলারশিপ, ফাইন্যান্সিয়াল এইড প্রদান করে। যার মধ্যে ফ্রেশম্যান ইন্টারন্যাশনাল স্কলারশিপ।

NT44K855

ইউনিভার্সিটি অব ওকলাহোমা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বেশ কয়েকটি স্কলারশিপ, ফাইন্যান্সিয়াল এইড প্রদান করে। যার মধ্যে ফ্রেশম্যান ইন্টারন্যাশনাল স্কলারশিপ, ট্রান্সফার ইন্টারন্যাশনাল স্কলারশিপ, ক্লিও ক্রস স্কলারশিপ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইমার্জেন্সি রিলিফ স্কলারশিপ, অ্যাথলেটিক স্কলারশিপ অন্যত্ম। 

যেসব বিষয়ে পড়ার সুযোগ রয়েছে 

ইউনিভার্সিটি অব ওকলাহোমা ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে আন্ডারগ্র‍্যাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট প্রোগ্রাম অফার করে। যেমন- হিসাববিজ্ঞান; ফিন্যান্স; মনোবিজ্ঞান; মার্কেটিং; প্রাণিবিদ্যা; সাংবাদিকতা; লিবারেল আর্টস অ্যান্ড সায়েন্সেস; ব্যবস্থাপনা; সমাজবিজ্ঞান; কম্পিউটার সায়েন্স; মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং; রাষ্ট্রবিজ্ঞান এবং সরকার; ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং; ইকোনোমেট্রিক্স এবং কোয়ালিটেটিভ ইকোনোমিক্স; ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং; অ্যাডভার্টাইজিং; কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং; পাবলিক হেলথ; গ্লোবাল স্টাডিজ; মাল্টি স্টাডিজ; রসায়ন; ইতিহাস; গণিত; মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি; বায়োইঞ্জিনিয়ারিং এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং; মাইক্রোবায়োলজি; পরিবেশ বিদ্যা; ইংরেজি ভাষা ও সাহিত্য; আবহাওয়াবিদ্যা; জৈব রসায়ন; কম্পিউটার ইঞ্জিনিয়ারিং;

পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং; এলিমেন্টারি চাইল্ডহুড এডুকেশন অ্যান্ড টিচিং; সোশ্যাল ওয়ার্ক; সিভিল ইঞ্জিনিয়ারিং; নাটক ও নাট্যতত্ত্ব; স্টুডিও আর্টস; মানবিক; সঙ্গীত; অ্যারোস্পেস, অ্যারোনটিক্যাল এবং অ্যাস্ট্রোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং; ব্যবসায় প্রশাসন এবং ব্যবস্থাপনা; ব্যবসায় অর্থনীতি; নৃতত্ত্ব; নির্মাণ ব্যবস্থাপনা; স্থাপত্য এবং বিল্ডিং সায়েন্স; স্প্যানিশ ভাষা এবং সাহিত্য; ইন্টেরিয়র ডিজাইন; ফিল্ম স্টাডিজ; তথ্য বিজ্ঞান; মিউজিক টিচার এডুকেশন; সাস্টেনেবেলিটি স্টাডিজ; ভাষাতত্ত্ব; ভৌগলিক তথ্য বিজ্ঞান এবং মানচিত্র; নৃত্যকলা; লোকপ্রশাসন; দর্শন; পদার্থবিদ্যা; স্থাপত্য প্রকৌশল; ধ্রুপদী ভাষা, সাহিত্য এবং ভাষাতত্ত্ব; ধর্ম; ভূগোল; ইংরেজি; বিজ্ঞান, প্রযুক্তি এবং সমাজ; ভূতত্ত্ব; আমেরিকান গবেষণা; জার্মানি ভাষা, সাহিত্য এবং ভাষাবিজ্ঞান; জ্যোতির্পদার্থবিদ্যা; প্রকৌশল পদার্থবিদ্যা; আরবি ভাষা ও সাহিত্য; জিওফিজিক্স এবং সিসমোলজি; বিজ্ঞান ও প্রযুক্তির ইতিহাস ও দর্শন; উদ্ভিদবিদ্যা ইত্যাদি।  

আবেদনের যোগ্যতা 

  • ইউনিভার্সিটি অব ওকলাহোমায় আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।
  • আইইএলটিএস ৬.৫ বা টোফেল আইবিটি ৭৯ থাকতে হবে। পোস্টগ্র‍্যাজুয়েট প্রোগ্রামে আইইএলটিএস ৭.০ বা টোফেল আইবিটি ১০০ থাকতে হবে।
  • ইন্টারন্যাশনাল স্কলারশিপ পেতে গেলে স্যাট বা এসিটি স্কোর প্রয়োজন হবে। আর কয়েকটি বিভাগে জিআরই স্কোর দেখাতে হতে পারে। 

আবেদন করবেন যেভাবে 

ইউনিভার্সিটি অব ওকলাহোমায় আবেদনের জন্য বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টাল বা কমন অ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে। আবেদন করতে ৪০ মার্কিন ডলার জমা দিতে হবে। এখানে পড়ার জন্য ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের এফ-ওয়ান বা জে-ওয়ান ভিসা পেতে হয়। এ জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিসেস (আইএসএস)-এর আই টুয়েন্টি বা ডিএস টুয়েন্টি নাইন্টিন ফর্ম পূরণ করতে হয়। এ ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ইমিগ্রেশন এবং আর্থিক সক্ষমতার প্রমাণপত্র, আই-নাইন জিরো ওয়ান সেভিস ফি, এফ-ওয়ান স্টুডেন্ট ভিসা অ্যাপয়েন্টমেন্ট, ভিসা ইন্টারভিউয়ের মতো ধাপ পূরণ করতে হবে। 

Written By Nujhat Tabassum

 

You can see these Education/Scholarship posts also on our Facebook.
Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group

 

আরও পড়ুন

            ― চাকুরি পরীক্ষার প্রস্তুতি নিন

            ― চাকুরির পরীক্ষার রুটিন ও ফলাফল জানুন

            ― নতুন পুরাতন পণ্য বেচা-কেনা করুন


Post Related Things:

jobs exam alert , job news , job news today , job newspaper , bdjobs govt , bdjobs kb , bdjobs circular , jagojobs , ntv jobs , ntv jobs news , prothom alo jobs , prothom alo job circular today, bangladesh pratidin jobs , bangladesh pratidin job circular , azadi jobs , azadi jobs in Chittagong , বেসরকারি চাকরি খবর , সরকারি চাকরি খবর , prothom alo chakri bakri , বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকের খবর , চাকরির খবর , সাপ্তাহিক চাকরির খবর 2023 , আজকের চাকরি খবর , আজকের চাকরির খবর , জাগো জবস , জাগো নিউজ , বিডি জবস , আজাদী জবস , আজাদী , new job exam, exam result, পূবালী ব্যাংক লিমিটেড job news ,

University admissions in Bangladesh , university admissions bd , admission date , medical admission requirements in Bangladesh , professional training courses in Bangladesh , skills development in Bangladesh , job interview questions in Bangladesh , cv writing format in Bangladesh , Job exam preparation in Bangladesh , job exam preparation , education in Bangladesh , 

Leave a Comment