NT46K940
চলতি বছরের (২০২৩) এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। গত বছর যা ছিল ৮৫ দশমিক ৯৫।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। গত বছরের তুলনায় এ বছর গড় পাসের হার কমেছে ৭ দশমিক ২৭। প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, এই ফলাফলে সবচেয়ে বেশি প্রভাবক হিসেবে কাজ করেছে মানবিক বিভাগের ছেলেদের ফলাফল। এই বিভাগে ২ লাখ ৮১ হাজার ৪৭১ ছাত্র পরীক্ষায় অংশ নেন; যাদের পাসের হার ৬৫ দশমিক ৬৮। এবছর মোট জিপিএ ৫ পেয়েছেন ৯২ হাজার ৫৯৫ জন। যার মধ্যে ছাত্র ৪৩ হাজার ২৩০ জন এবং ছাত্রী ৪৯ হাজার ৩৬৫ জন। সেই হিসাবে ছেলেদের তুলনায় ৬ হাজার ১৩৫ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছেন।
২০২৩ সালে মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট ১১টি বোর্ডের অধীনে এ বছর মোট ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন; সেই হিসাবে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। পরীক্ষায় মোট ছেলে শিক্ষার্থী অংশ নেন ৬ লাখ ৮৯ হাজার ২৩ জন; যার মধ্যে পাস করেছেন ৫ লাখ ২৮ হাজার ৯১৯ জন। পাসের হার ৭৬ দশমিক ৭৬। অন্যদিকে মেয়ে শিক্ষার্থী ছিলেন ৬ লাখ ৬৮ হাজার ৮৯২ জন; যাদের মধ্যে পাস করেছেন ৫ লাখ ৩৮ হাজার ৯৩৩ জন, পাসের হার ৮০ দশমিক ৫৭ শতাংশ। ছেলেদের চেয়ে ৩ দশমিক ৮১ শতাংশ বেশি মেয়ে শিক্ষার্থী পাস করেছেন।
You can see these Education/Scholarship posts also on our Facebook.
Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group
আরও পড়ুন
― সরকারি চাকুরির বিজ্ঞপ্তি দেখুন
― চাকুরির পরীক্ষার রুটিন ও ফলাফল জানুন
― নতুন পুরাতন পণ্য বেচা-কেনা করুন
Post Related Things:
University admissions in Bangladesh , university admissions bd , admission date , medical admission requirements in Bangladesh , professional training courses in Bangladesh , skills development in Bangladesh , job interview questions in Bangladesh , cv writing format in Bangladesh , Job exam preparation in Bangladesh , job exam preparation , education in Bangladesh, এইচএসসি রেজাল্ট ২০২৩