চবিতে ভর্তিযুদ্ধ: প্রথম দিনে অংশ নেন ৫৪ হাজার শিক্ষার্থী

চবিতে ভর্তিযুদ্ধ: প্রথম দিনে অংশ নেন ৫৪ হাজার শিক্ষার্থী

NT-21K 259

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হলো ২০২১- ২২ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধে প্রথম দিনে ‘এ’ ইউনিটের পরীক্ষায় ৫৪ হাজারের বেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। তবে জালিয়াতি রোধে প্রথমবারের মতো প্রবেশপত্রে কিউআর কোড ব্যবহার করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বেলা ১১টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হয় এ কর্মসূচি। আগামী ২৪ আগস্ট পর্যন্ত চলবে প্রথম বর্ষের এ ভর্তি পরীক্ষা। নগরী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাইশ কিলোমিটার দূরে। তাই দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা শাটল ট্রেনে চড়েই পরীক্ষা দিতে আসেন।

জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের এবারের ভর্তি পরীক্ষায় চার হাজার ৯২৬টি আসনের বিপরীতে পরীক্ষার্থী এক লাখ ৪৩ হাজার ৭২৭ জন।

প্রথম দিন বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক হাজার ১১২টি আসনের বিপরীতে পরীক্ষা দেন ৫৪ হাজার ১০৬ জন। প্রতিটি আসনের বিপরীতে লড়ছে ৪৪ শিক্ষার্থী।
এ দিকে প্রথমবারের মতো নৈসর্গিক সৌন্দর্য মণ্ডিত ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি পরীক্ষার্থীরা।

তবে জালিয়াতি প্রতিরোধে প্রত্যেক প্রবেশপত্রে কিউআর কোড ব্যবহারের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হোসাইন ভূঁইয়া।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার বলেন, সুষ্ঠুভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় কোনো ধরনের জালিয়াতির সুযোগ নেই। 
সূত্রঃ সময় নিউজ 

Leave a Comment