চবির ‘সি’ ইউনিটে পাস মাত্র ২৫ শতাংশ

চবির ‘সি’ ইউনিটে পাস মাত্র ২৫ শতাংশ

NT-21K 414

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে পাস করেছেন ২ হাজার ২৬৪ জন, যা মোট পরীক্ষার্থীর ২৪ দশমিক ৫৫ শতাংশ। আর ফেল করেছেন ৭৪ দশমিক ৫৫ শতাংশ।

শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ ফল প্রকাশ করা হয়। 

এর আগে গতকাল শুক্রবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছিলেন ৯ হাজার ২২৩ জন, যা মোট পরীক্ষার্থীর ৮৩ দশমিক ৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮৩৭ জন।

ব্যবসায় অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক মো. হেলাল উদ্দিন নেজামী বলেন, আজ দুপুরে ফল প্রকাশিত হয়। ফল প্রদানে কোনো রকম ত্রুটি নেই। এবার কোনো রকম জালিয়াতি বা প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ আগস্ট) চবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল ও বিকেল দুই শিফটে ৫৪ হাজার ১০৬ জনের মধ্যে মোট পরীক্ষা দিয়েছেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। এ ছাড়া ২২ আগস্ট (সোমবার) ‘ডি’ ইউনিট এবং ২৪ আগস্ট (বুধবার) ‘বি১’ও ‘ডি১’ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সূত্রঃ সময় নিউজ 

Leave a Comment