পবিপ্রবির শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইস্ট-ওয়েস্ট সীড
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কৃষি অনুষদে মাস্টার্সে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ইস্ট-ওয়েস্ট সীড ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড।
এ বিষয়ে রোববার (১৪ আগস্ট) পবিপ্রবি উপাচার্যের সভাকক্ষে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
পবিপ্রবির উপাচার্য ড. স্বদেশ চন্দ্র সামন্তের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলাম ও ইস্ট-ওয়েস্ট সীডের পক্ষে কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে মাস্টার্সে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীরা মাঠ পর্যায়ে সর্জন পদ্ধতিতে কৃষিভিত্তক গবেষণা করার সুযোগ পাবেন। এর মাধ্যমে দেশে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশাবাদ সংশ্লিষ্টদের।
সূত্রঃ সময় নিউজ