প্রাথমিকে শিক্ষক নিয়োগ: মৌখিক পরীক্ষা ১২ জুন থেকে
- June 8, 2022
- 0 Comments

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২২ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপের পরীক্ষায় ২২ জেলার ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার ও লালমনিরহাট- এই ১৪ জেলার সব উপজেলার প্রার্থীরা প্রথম ধাপের পরীক্ষায় অংশ নেন।
এছাড়া সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালীর নির্দিষ্ট উপজেলার আবেদনকারীরা পরীক্ষায় বসেন।
তিন ধাপের এ পরীক্ষার মাধ্যমে চাকরি পাবেন ৪৫ হাজার শিক্ষক।
গত ২০ মে দ্বিতীয় ধাপের পরীক্ষায় ৭ জেলার সব পরীক্ষার্থী এবং ২২ জেলার আংশিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
৩ জুন তৃতীয় ও শেষ ধাপের পরীক্ষায় ১৮ জেলার সব পরীক্ষার্থী এবং ১৪টিতে আংশিক পরীক্ষা হয়।
লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগপ্রার্থী নির্বাচন করা হবে। এরপর জুলাইয়ের মধ্যে নতুন শিক্ষকদের নিয়োগ দেওয়ার কথা রয়েছে।
সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২০ সালের ২০ অক্টোবর বিজ্ঞপ্তি দেয়। কিন্তু করোনাভাইরাস মহামারীর কারণে তখন নিয়োগ পরীক্ষা নেওয়া যায়নি।
সুত্রঃ বিডিনিউজ২৪