বাংলাদেশ ব্যাংক এর নবম গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল

NT47K679

বাংলাদেশ ব্যাংক এর নবম গ্রেডের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়েছে।

 বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের নিয়োগ বিজ্ঞপ্তি নং ২১/২০২১ এর সূত্রে গত ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় যোগ্য প্রার্থী না পাওয়ায় নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, প্রিলিমিনারি পরীক্ষায় যে কার্ট মাকর্স নির্ধারণ করা হয়েছিল সেই নম্বর কেউ পায়নি। তাই নিয়োগটি বাতিল করা হয়েছে। এ পদে আবার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে।

সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য ২০২১ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। শুন্য পদের সংখ্যা ছিল ১৪টি।

আবেদনের যোগ্যতায় বলা হয়েছিল, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন সিস্টেমস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশনস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ/শ্রেণি থাকা যাবে না। এ পদের বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা।

You can see these Job News/Job Exam Alert posts also on our Facebook.

Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group

 

আরও পড়ুন

            ― সরকারি চাকরির বিজ্ঞপ্তি

            ― চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন

            ― নতুন পুরাতন পণ্য কিনুন 


Post Related Things:

Jobs exam alert , Job news , Job news today , Job newspaper , Bdjobs govt , Bdjobs kb , BDjobs circular , Jagojobs , Ntv jobs , Ntv jobs news , Prothom alo jobs , Prothom alo job circular today, Bangladesh pratidin jobs , Bangladesh pratidin job circular , Azadi jobs , Azadi jobs in Chittagong , বেসরকারি চাকরি খবর , সরকারি চাকরি খবর , Prothom alo chakri bakri , বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকের খবর , চাকরির খবর , সাপ্তাহিক চাকরির খবর 2023 , আজকের চাকরি খবর , আজকের চাকরির খবর 2023 , জাগো জবস , জাগো নিউজ , বিডি জবস , আজাদী জবস , আজাদী , New job exam, Exam result, পূবালী ব্যাংক লিমিটেড job news

Leave a Comment