বিমান বাহিনীর বেসামরিক পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ, প্রার্থী ৫৬,৫২৮

বিমানবাহিনীর বেসামরিক পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ, প্রার্থী ৫৬,৫২৮

NT-21K 934

সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গবেষণাগার সহকারী, নকশাকার গ্রেড-৩, মিডওয়াইফ, ফায়ার ফাইটার, মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার (এমটিডি), মিস্ত্রি ক্লাস-১ (ইঞ্জিন ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (ইলেকট্রিক ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (ওয়্যারলেস ফিটার), মিস্ত্রি ক্লাস-১ (ইনস্ট্রুমেন্ট ফিটার), মিস্ত্রি ক্লাস-২ (এয়ারফ্রেম মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (আর্মামেন্ট মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (জেনারেল মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (ইলেকট্রিক মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (ওয়্যারলেস মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (ইনস্ট্রুমেন্ট মেকানিক), মিস্ত্রি ক্লাস-২ (মেটাল ওয়ার্কার), মিস্ত্রি ক্লাস-২ (কার্পেন্টার), মিস্ত্রি ক্লাস-২ (পেইন্টার), মিস্ত্রি ক্লাস-২ (ওয়েল্ডার), মিস্ত্রি ক্লাস-২ (বাইন্ডার) ও ট্রেডসম্যান (এয়ারফ্রেম মেকানিক) পদের লিখিত পরীক্ষা কুর্মিটোলার বিএএফ শাহীন কলেজে ১০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ ছাড়া অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা আগামী ১০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর কুর্মিটোলার বিএএফ শাহীন কলেজ, তেজগাঁওয়ের বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ, বিএএফ শাহীন কলেজ ও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা নেওয়া হবে। বিস্তারিত সময়সূচি দেখা যাবে এই লিংকে

সূত্রঃ প্রথম আলো 

Leave a Comment