কোডার্স ট্রাস্ট বাংলাদেশের মেলায় চাকরি পেলেন ১৭ জন

কোডার্স ট্রাস্ট বাংলাদেশের মেলায় চাকরি পেলেন ১৭ জন

NT-23K 642

দেশের বেকারত্ব দূর করে চাকরিপ্রত্যাশী দক্ষ লোকের চাকরির ব্যবস্থা করে দিতে এবং চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর দক্ষ লোক খুঁজে পেতে সাহায্য করতে রাজধানীতে অনুষ্ঠিত হলো চাকরির মেলা। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ‘গোল্ডেন অপরচুনিটিজ ফর অল’ স্লোগানে কোডার্স ট্রাস্ট বাংলাদেশের আয়োজনে প্রতিষ্ঠানটির বনানীর শাখায় দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই মেলা। মেলায় প্রায় ১৭ জনের চাকরিপ্রত্যাশীর চাকরি কনফার্ম করা হয়। এদিন সকালে সব চাকরিপ্রত্যাশী প্রার্থীরা নিজ নিজ সিভি নিয়ে তাদের দক্ষতা অনুযায়ী মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দেন। তা ছাড়া আয়োজনে শিশু-কিশোরদের ভবিষ্যতের দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা অনুযায়ী দক্ষভাবে প্রস্তুত করতে তাদের বাবা-মাদের নিয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো বর্তমান জব মার্কেটের চাহিদা অনুযায়ী কেমন প্রস্তুতি নিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। দিনব্যাপী এ চাকরি মেলায় মোট ১১টা কোম্পানি অংশগ্রহণ করে। কোম্পানিগুলি হলো— সিহা মার্কেটিং অ্যাজেন্সি, কিওর টেক, উইজটেক বিডি, ডিজিটাল মার্কেটিং সল্যুশন, জামান আইটি, বাংলাদেশ স্কিল ডেভলপমেন্ট, বিডি টাস্ক, সম্ভব, ডিজিটাল ডেকোর, ব্যাকস্পেস ও আমেরিকান বেস্ট আইটি।

এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে কোডার্স ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মো. আতাউর গনি ওসমানী গণমাধ্যমকে জানান, শুধু কোর্স করিয়ে ছেড়ে দেয়াতে কোডার্স ট্রাস্ট বিশ্বাসী নয়। কোডার্স ট্রাস্টে যারা কোর্স করে তাদের ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কিংবা লোকাল চাকরির ব্যবস্থা করে দিতে সহায়তা করে থাকে। লোকাল বিভিন্ন কোম্পানিগুলো তাদের চাহিদা অনুযায়ী দক্ষ লোক খুঁজে পায় না। তাই এরকম নিয়মিত আয়োজিত জব ফেয়ারগুলোতে লোকাল প্রতিষ্ঠানগুলো দক্ষ কিছু লোক পেয়ে থাকে এবং বেকার ছেলেদের বেকারত্বের হতাশা দূরীকরণে জবফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূত্রঃ সময় নিউজ 

Leave a Comment