চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ – চাকরির প্রস্তুতি

NT45K846

যে  শব্দ অন্য কোন একটি ভিন্ন শব্দে একই অর্থ প্রকাশ করে তাকে সমার্থক শব্দ  বলা হয়। চাকরির প্রস্তুতি জন্য পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ।

সুন্দর এর সমার্থক শব্দ = চমৎকার, তাজ্জব,অভিনব, আজব, অনুপম,আশ্চর্য,অদ্ভুত,মনোরম, মনোহর, অলৌকিক,নিপুণ,

চাঁদ এর সমার্থক শব্দ = ইন্দু, শশী, চন্দ্র, হিমাংশ, নিশাকর,সুধাকর, নিশাপতি, শীতাংশু, শশধর, শশাঙ্ক, সুধাংশু 

আকাশ এর সমার্থক শব্দ = আসমান, অম্বর,ইথার,নভ, অন্তরী, অভ্র, শূন্যলোক, গগন, ব্যোম, নীলিমা, খলোক, খগোল, দ্যুলোক 

পৃথিবীর এর সমার্থক শব্দ =  ভুবন, বসুন্ধরা, জগৎ,  ধরনী, বসুধা, ধরা,মেদিনী, বিশ্ব,বসুমতী, অদিতি, ভূ, ধরনী, অবনি, পৃথ্বি

মেঘ এর সমার্থক শব্দ = জলধর,অভ্র, জলদ, বারিদ, নীরদ, ঘন, জীমূত, অম্বুবাহ, অম্বুবাহী, কাদম্বিনী,পয়োধর, পয়োদ, বারিবাহ, অম্বুধর, নীরধর।

সূর্য এর সমার্থক শব্দ = অর্ক তপন, সবিতা, অরুণ, আফতাব, প্রভাকর,ভানু, দিবাকর,রবি,দিনপতি   

নদী এর সমার্থক শব্দ = প্রবাহিনী, তটিনী,শৈবলিনী, নদনদী, তরঙ্গিণী, সমুদ্রকান্তা, দরিয়া, গাঙ

নারীর সমার্থক শব্দ =  মানবী, মহিলা, রমণী, ললনা, কামিনী, স্ত্রী, ভামিনী, মেয়ে, বামা,রামা,

সমুদ্র এর সমার্থক শব্দ = ঊর্মিমালী, সাগর, জলাধিপতি, মহাসমুদ্র, উদধি, অম্বুধি, অর্ণব, নদীকান্ত, জলধি, জলধর,পারাবার, জলনিধি, সায়র, পয়োধি, অম্ভোধি ইত্যাদি।

পাহাড় এর সমার্থক শব্দ = পর্বত  গিরি,  নগ, শৈল, অদ্রি, মহীধর, ধরাধর, অচল, নগ,ভূধর, ক্ষিতিধর

বাতাস এর সমার্থক শব্দ = পবন,মলয়,হাওয়া,মরুৎ,অনিল,সমীর, বায়, সমীরণ, বাত,বায়ু,মরুৎ, প্রভঞ্জন, মারুত

পাখি সমার্থক শব্দ =  খেচর,বিহঙ্গ, চিরিয়া,পক্ষি, খচর,বিহঙ্গম, দ্বিজ, বিহগ, খগ

আগুন এর সমার্থক শব্দ = পাবক, অগ্নি, বায়ুসখা, বিভাবসু,  অনল, হুতাশন, পিঙ্গল, বৈশ্বানর, বহ্নি, সর্বভুক

ফুল এর সমার্থক শব্দ = পুষ্প, মঞ্জরি, কুসুম, রঙ্গনা, সুমন,পুষ্পক, প্রসূন

বউ এর সমার্থক শব্দ= স্ত্রী, ঘরনি, গৃহিণী, বেগম, সহধর্মিণী, গিন্নী, জায়া,পত্নী, দারা,কর্ত্রী, বিবি ,কলত্র, দারা,অর্ধাঙ্গী, জীবনসাথী

চোখ এর সমার্থক শব্দ = চক্ষু, আঁখ, লোচন, নয়না,নয়ন, নেত্র, আঁখি , অক্ষি, চর্মচক্ষু, চক্ষু, দর্শনেন্দ্রিয়

হৃদয় এর সমার্থক শব্দ = মন, হৃদয়, চিত্ত ,  মানসলোক ,অন্তর , হিয় , দিল , পরান , অন্তঃকরণ , অন্তরাত্মা , মনোজগৎ

রাত এর সমার্থক শব্দ = রাত্রি, রজনী, নিশি, যামিনী, শর্বরী, বিভাবরী, নিশা, নিশিথিনী, ক্ষণদা, ত্রিযামা।

চুল এর সমার্থক শব্দ = অলক, কেশ, কেশপাশ, শিরোজ, চুল, কুন্তল, শিবসিজ,  চিকুর, কবরী

আলো এর সমার্থক শব্দ = আভা, নুর, অংশু, দীপ্তি, কিরণ, কর, আলোক, রশ্মি, বিভা, প্রভা, জ্যোতি 

রাত্রি সমার্থক শব্দ =  রাত, নিশিথিনী, নিশি, রজনী, যামিনী, বিভাবরী, নিশা, শর্বরী, ক্ষণদা, ত্রিযামা।

স্বামীর সমার্থক শব্দ = বর,পতি, জামাই, উত্তম, বরণীয়, অভীষ্ট, আশীর্বাদ

হাতি সমার্থক শব্দ = হস্তী, দন্তী,  ইরম্মদ, করী, দ্বিপ, দন্তাবল, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দ্বিরদ, নাগ, নগজ, গজ, করেণু, পিল, রদী, রদনী

সকাল এর সমার্থক শব্দ = ঊষা, ভোর, প্রত্যুষ, প্রভাত, প্রাতঃকাল, ভোরবেলা

জীবন এর সমার্থক শব্দ = আয়ু, জান, অসু, আয়ুস্কাল।

দিন এর সমার্থক শব্দ = রোজ, বার, দিবস, দিবা, অহ, অহ্ন, দিনমান, অষ্টপ্রহর, আটপ্রহর

মন এর সমার্থক শব্দ =  হৃদয়, চিত্ত , অন্তর , হিয় , দিল , পরান , অন্তঃকরণ , অন্তরাত্মা , চিত্তপট , মানসলোক , মনোজগৎ

বর এর সমার্থক শব্দ = জামাই, স্বামী, পতি, উত্তম, বরণীয়, অভীষ্ট, আশীর্বাদ

পানির সমার্থক শব্দ = বারি, নীর, জল, অম্বু, সলিল, উদক, প্রাণদ, পয়ঃ, জীবন

অন্ধকার এর সমার্থক শব্দ = আঁধার,আলোকশূন্যতা,তমিস্র, তম,নিরালোক, নিষ্প্রদীপ,আলোহীন, অমা,তমসা, তিমির, শর্বর

উপসংহার এর সমার্থক শব্দ = শেষ, ইতি, সমাপ্তি, পরিশেষ, শেষাংশ।

ভালোবাসার সমার্থক শব্দ = পিরিত, প্রণয়, প্রীতি, প্রবল, পছন্দ, পেয়ার, অনুরক্তি, অনুরাগ, আদর, স্নেহ, মমতা

গাছ এর সমার্থক শব্দ = বৃক্ষ, উদ্ভিদ, মহিরুহ,দ্রুম, তরু, শাখী, পল্লবী, গাছপালা

ভালো এর সমার্থক শব্দ = উত্তম, সেরা,অতুলনীয়, প্রকৃষ্ট, উৎকৃষ্ট, প্রধান, শ্রেষ্ঠ, সরস, সর্বশ্রেষ্ঠ,  অতুল, অগ্রণী

বন্ধু সমার্থক শব্দ = সুহৃদ, সখা, স্বজন,বান্ধব, মিত্র, দোস্ত, প্রিয়জন

মাটির সমার্থক শব্দ = মৃত্তিকা, জমি, ভূতল,কবর,পণ্ড,আশ্রয়, ভূসম্পত্তি, ভূমি, খাক

আনন্দ এর সমার্থক শব্দ = হাসি, উৎফুল্লতা,উচ্ছ্বাস, প্রসন্নতা,আহ্লাদ, আমোদ, উদ্ভাস, উল্লাস, ফুর্তি, খুশি,  মজা, হরষ, হর্ষ,পুলক, সন্তোষ,সুখ, প্রফুল্লতা, ফুর্তি, পরিতোষ, প্রমোদ, তুষ্টি

মুখ এর সমার্থক শব্দ = বদন ,আনন,মুখগহ্বর ,মুখমণ্ডল,মর্যাদা, মোহনা , প্রবেশপথ 

পর্বত এর সমার্থক শব্দ = মহীধর,অদ্রি,শৈল, গিরি, পাহাড়, ভূধর, নাগ, ক্ষিতিধর।

জায়া শব্দের সমার্থক শব্দ = গিন্নী, গৃহিণী, পত্নী, বউ, বেগম, সহধর্মিণী, স্ত্রী, জায়া, দারা,কর্ত্রী, বিবি

পাথর এর সমার্থক শব্দ = শিলা, কাঁকর,শিল,উপল, প্রস্তর, পাষাণ,কঙ্কর

কপাল এর সমার্থক শব্দ = অলীক, নিয়তি, ললাট, নসিব, ভাল, অদৃষ্ট, ভাগ্য

হাত এর সমার্থক শব্দ = হস্ত, কর, বাহু, ভুজ, পাণি,

বাড়ি সমার্থক শব্দ = গৃহ, ভবন, ঘর, আবাস, আলয়, সদন, গেহ,  নিকেতন, বাটি, নিলয়

নতুন এর সমার্থক শব্দ = নবীন, তাজা, নব্য,আনকোরা, আধুনিক, সদ্যোজাত, অধুনা, নব, নয়া

প্রকাশ সমার্থক শব্দ = ব্যক্ত করা ,উদয়,জাহির

প্রিয় এর সমার্থক শব্দ = প্রিয়জন, বান্ধব, সুহৃদ, সখা, স্বজন, মিত্র,দোস্ত

তীর এর সমার্থক শব্দ = কিনারা, কূল, তীর, সৈকত, ধার, তট, তটভূমি, পার, তীরভাগ, বালুবেলা, পাড়

শরীর সমার্থক শব্দ = দেহ,অঙ্গ,কায়া,আকৃতি,শরীর,গা, গাত্র, গতর, কায়,অবয়ব,তনু, বপু, কলেবর 

বোন এর সমার্থক শব্দ = বহিন, ভগ্নী, ভগিনী, সহোদরা, বইন

মেয়ে সমার্থক শব্দ = কন্যা, মেয়ে, তনয়া, কুমারী, তনুজা, নন্দিনী, ঝি,  দুহিতা, দারিকা, বেটি

নৌকার সমার্থক শব্দ = নাও, তরী, জলযান , তরি, নৌ , তরনী ,

 

You can see these job preparation posts also on our Facebook.
Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group

 

আরও পড়ুন

            ― সরকারি চাকুরির বিজ্ঞপ্তি দেখুন

            ― চাকুরির পরীক্ষার রুটিন ও ফলাফল জানুন

            ― নতুন পুরাতন পণ্য বেচা-কেনা করুন


Post Related Things:

jobs exam alert , job news , job news today , job newspaper , bdjobs govt , bdjobs kb , bdjobs circular , jagojobs , ntv jobs , ntv jobs news , prothom alo jobs , prothom alo job circular today, bangladesh pratidin jobs , bangladesh pratidin job circular , azadi jobs , azadi jobs in Chittagong , বেসরকারি চাকরি খবর , সরকারি চাকরি খবর , prothom alo chakri bakri , বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকের খবর , চাকরির খবর , সাপ্তাহিক চাকরির খবর 2023 , আজকের চাকরি খবর , আজকের চাকরির খবর , জাগো জবস , জাগো নিউজ , বিডি জবস , আজাদী জবস , আজাদী , new job exam, exam result, পূবালী ব্যাংক লিমিটেড job news ,

Leave a Comment