জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ করুন (মুক্তপাঠ)

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ করুন (মুক্তপাঠ)

SL-23K 873

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করুন muktopaath.gov.bd (মুক্তপাঠ) হতে।

দেশের সকল সরকারি-বেসরকারি স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য এই প্রশিক্ষণ বাধ্যতামূলক। ৩১ অক্টোবর ২০২২ খ্রি. তারিখের মধ্যে মুক্তপাঠ হতে প্রশিক্ষণ শেষে সনদ ডাউনলোড করতে হবে।

মুক্তপাঠ হতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করবেন যেভাবে

মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মুক্তপাঠ হতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ বিষয়ক অনলাইন প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

৩০ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে অধিদপ্তরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের এই প্রশিক্ষণ গ্রহণের নির্দেশ দেন।

২০২৩ শিক্ষাবর্ষ থেকে সারাদেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম অনুসারে পাঠদান শুরু হচ্ছে।

নতুন এই শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য শিক্ষকদের ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হবে। এরই ধারাবাহিকতায় শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

দেশের মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষকদের এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। যে সব প্রাথমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয় সেসব প্রতিষ্ঠানের শিক্ষকদেরও এই প্রশিক্ষণ করতে হবে।

মাধ্যমিকের শিক্ষকদের ৩০ সেপ্টেম্বর ২০২২ থেকে ৩১ অক্টোবর ২০২২ খ্রি. তারিখের মধ্যে মুক্তপাঠ হতে অনলাইনে এই প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

উল্লেখ্য যে, যেসকল শিক্ষক প্রশিক্ষক হওয়ার জন্য আবেদন করেছেন, তাদের অবশ্যই ০৬ অক্টোবর ২০২২ খ্রি. তারিখের মধ্যে এই অনলাইন প্রশিক্ষণটি সম্পন্ন করতে হবে।

এই প্রশিক্ষণটি বাধ্যতামূলক, এই প্রশিক্ষণ ছাড়া কোন শিক্ষক সরাসরি কোন প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবেন না। এ বিষয়ে বিস্তারিত জানুন মাউশি প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে।

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রশিক্ষণ কোর্স করার নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ই-লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠে ভিজিট করুন। এরপর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ কোর্সটিতে ক্লিক করে কোর্সে প্রবেশ করুন।

মুক্তপাঠ ওয়েবসাইটের ঠিকানা: https://muktopaath.gov.bd

অথবা আপনি যদি সরাসরি কোর্সে যেতে চান তাহলে নিচের লিংকটি ভিজিট করুন।

https://muktopaath.gov.bd/course-details/898

কোর্সে প্রবেশ করার পর ‘কোর্সটি শুরু করুন’ বাটনে ক্লিক করে কোর্সে নিবন্ধন/লগইন করতে হবে।

তবে আপনি যদি ইতোমধ্যে মুক্তপাঠে নিবন্ধিত হয়ে থাকেন, তাহলে সরাসরি আপনার মুক্তপাঠ লগইন করুন।

এক্ষেত্রে আপনার ইউজার আইডি (রেজিস্ট্রেশনে ব্যবহৃত ইমেইল বা ফোন নম্বর) এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।

মুক্তপাঠ  ই-লার্নিং ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার নিয়ম

আপনি যদি পূর্বে মুক্তপাঠে নিবন্ধিত না থাকেন তাহলে এখানে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন সম্পন্ন করার সময় আপনার মোবাইল/ইমেইল যে কোন একটি ব্যবহার করা যাবে। মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করলে মোবাইলে একটি OTP কোড আসবে।

আর ইমেইল ব্যবহার করলে ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক যাবে। OTP/ ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

এছাড়াও, এই কোর্সে অংশগ্রহণের জন্য শিক্ষক হিসেবে আপনার পিডিএস আইডি এবং জন্মতারিখ (সার্টিফিকেট অনুযায়ী) প্রয়োজন হবে।

পিডিএস আইডি না থাকলে বা তুলে গেলে বা নতুন আইডি সংগ্রহ করতে emis.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। emis সাইট থেকে আপনি আপনার পিডিএস নম্বর পাবেন।

পিডিএস আইডি ভেরিফিকেশনের ক্ষেত্রে একজন শিক্ষক একবারই পিডিএস আইডি ব্যবহার করতে পারবেন। একাধিক একাউন্ট তৈরী বা একই আইডি বারবার ব্যবহার করা যাবে না।

লক্ষ্য করুন, মুক্তপাঠে রেজিস্ট্রেশন ও প্রোফাইল আপডেট করার সময় আপনার সার্টিফিকেটের নামটি সঠিকভাবে লিখতে হবে। আপনার আইডি থেকে একবার সার্টিফিকেট তৈরী হওয়ার পর সার্টিফিকেটের নাম পরিবর্তন করা যাবে না।

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনলাইন প্রশিক্ষণ কোর্সে যা আছে

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা কোর্সে মোট ৮টি মডিউল আছে। প্রত্যেকটি মডিউলের অভ্যন্তরে ৩-৫টি পাঠ/লেসন রয়েছে।

প্রতিটি পাঠে রয়েছে নির্ধারিত বিষয়বস্তু যেমন: পূর্ব অভিজ্ঞতা প্রশ্নমালা, ভিডিও কনটেন্ট, পাঠ সহায়িকা (পিডিএফ), স্ব-মূল্যায়ন (কুইজ), মতামত ও আলোচনা।

প্রত্যেকটি পাঠ/লেসনে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অংশগ্রহণের মাধ্যমে পাঠটি সম্পন্ন হবে এবং ডান পাশে সবুজ টিক মার্ক দেখা যাবে।

পাঠ সম্পন্ন না হলে বা টিক মার্ক দেখা না গেলে নির্দেশনা খেয়াল করুন। প্রত্যেকটি পাঠ ধাপে ধাপে সম্পন্ন করে কোর্সটি সম্পন্ন করতে হবে, একটি পাঠ সম্পন্ন না করে পরের পাঠে যাওয়া যাবে না।

কোর্সের সকল পাঠ (১০০%) সম্পন্ন করলে আপনি সার্টিফিকেট ডাউনলোডের জন্য আবেদন করতে পারবেন। এই কোর্সের সকল ভিডিও নির্দেশিকা কনটেন্ট, পাঠ সহায়িকা, কুইজ ইত্যাদি মাউশি অধিদপ্তর, এনসিটিবি এবং এটুআই এর মাধ্যমে নির্মিত।

নতুন শিক্ষাক্রম প্রশিক্ষণ কোর্স গ্রহণে সতর্কতা

বিনা অনুমতিতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা কোর্সের কোন ভিডিও, পাঠ সহায়িকা, কুইজের প্রশ্নোত্তর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক/ইউটিউব) বা অন্য কোন মাধ্যমে শেয়ার করা নিষিদ্ধ।

কোনো ব্যবহারকারী এরূপ কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে হুশিয়ারি দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রশিক্ষণ কোর্স হেল্প নম্বর

কোর্স সম্পন্ন করতে কোন কারিগরি সমস্যার সম্মুখীন হলে মুক্তপাঠের সাথে সংযুক্ত তালিকায় উল্লিখিত নিজ জেলার শিক্ষকদের সহায়তা নিতে পারবেন ।

এছাড়া মুক্তপাঠের নিচের ফোন নম্বরগুলোতে ফোন করে সমস্যার সমাধান নেওয়া যেতে পারে।

ফোন নম্বর: 01302879227, 01941411346, 01713243667, 01572051952 (সেকাল ৯.০০ টা থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত)।

জাতীয় শিক্ষাক্রম রূপরেখা-২০২১ প্রশিক্ষণ গ্রহণের নির্দেশিকা হতে এ বিষয়ে বিস্তারিত জানুন।

মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম রূপরেখা প্রশিক্ষণ গ্রহণে সমস্যা হলে আমাদের লিখে জানান।

তথ্যটি সবাইকে জানাতে সামাজিক মাধ্যমে শেয়ার করুন।

তথ্যসূত্র-মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

 

Leave a Comment