ডিএপি ফার্টিলাইজার কোম্পানির মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার সব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদসহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার সনদের মূল কপি; গাড়িচালকের (হালকা) ক্ষেত্রে লাইসেন্স ও অভিজ্ঞতার সনদের মূল কপি; নিরাপত্তাপ্রহরীর ক্ষেত্রে আনসার বাহিনীর প্রশিক্ষণের সনদ, রানিং সিসি ও অভিজ্ঞতার সনদের মূল কপি সঙ্গে নিয়ে যেতে হবে। প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদের এক সেট ফটোকপি দাখিল করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান অথবা নাতি-নাতনি এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের কপিসহ মুক্তিযোদ্ধার সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি বা ছাড়পত্রের মূল কপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে যথাস্থানে উপস্থিত থাকতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

লিখিত পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার সূচি এই লিংকে দেখা যাবে।

ডিএপি ফার্টিলাইজার কোম্পানির মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

সুত্রঃ প্রথম আলো

Leave a Comment