মাউশির জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

মাউশির জনবল নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

NT-22K  746

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) জনবল নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে ক্যাশিয়ার/স্টোরকিপার পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নেওয়া হয়। বুধবার (১৪ সেপ্টেম্বর) মাউশির ওয়েবসাইটে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

মাউশির পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক শাহেদুল খবির চৌধুরীর সই করা ফলাফলে দেখা যায়, মাউশির বিভিন্ন অফিস/শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীর শূন্য পদে জনবল নিয়োগের জন্য গত বছরের ১০ ডিসেম্বর ক্যাশিয়ার/স্টোরকিপার পদে লিখিত পরীক্ষা নেওয়া হয়। এতে মোট ১৯৬ জনকে লিখিত পরীক্ষায় পাশ করানো হয়। মৌখিক পরীক্ষার দিন পরে জানিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

মাউশি থেকে জানা গেছে, মাউশির অফিস ও স্কুল-কলেজে দেশব্যাপী ২৪টি পদে চার হাজার ৩২ জনকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে ২০২০ সালের ২২ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। চারটি ধাপে নিয়োগের লিখিত পরীক্ষা ঠিকভাবে হলেও পঞ্চম ধাপের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর রাজধানীর একাধিক পরীক্ষা কেন্দ্রে প্রার্থীর কাছে উত্তর সরবরাহ করার প্রমাণ পায় ডিবি পুলিশ। এর সূত্র ধরে দুজন কর্মকর্তা ও তিনজন কর্মচারীকে আটক করে ডিবি।

মাউশির কর্মকর্তারা জানান, গত ১৩ মে ৫১৩ জন অফিস সহকারী কাম মুদ্রাক্ষর পদে নিয়োগের জন্য ঢাকা মহানগরের ৬১ কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পদে নিয়োগের জন্য এক লাখ ৭৯ হাজার ২৯৪ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর ১২টি কেন্দ্রের কয়েকজন পরীক্ষার্থীর কাছে প্রশ্নের উত্তর সরবরাহ করা হয়। জানা গেছে, মাউশির নিয়োগ পরীক্ষার ষষ্ঠ ধাপে চলতি বছরের ৩ জুন লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। পঞ্চম ধাপে পরীক্ষার প্রশ্নফাঁস হওয়ায় বর্তমানে দুটি ধাপের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। শেষ ধাপে হিসাব সহকারী পদে ১০৬টি পদের জন্য ৭৩ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন।

সূত্রঃ jagonews24

Leave a Comment