রাবির প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৪ ভর্তিচ্ছুু

আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষা। ৪ হাজার ৬৪১টি আসনের জন্য লড়বে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ শিক্ষার্থী। এবার প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন ৪৪ শিক্ষার্থী।

জানা গেছে, দেশের দ্বিতীয় বৃহত্তম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ২৫ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ বছর তিনটি ইউনিটে অংশ নেবে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ শিক্ষার্থী। মোট আসন সংখ্যা রয়েছে ৪ হাজার ৬৪১টি। আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিট ও ২৬ জুলাই ‘এ’ ইউনিটের এবং ২৭ জুলাই ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ‘এ’ ইউনিটে’ ৬৭ হাজার ২৩৭, ‘বি’ ইউনিটে’ ৩৮ হাজার ৬২১ এবং ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ শিক্ষার্থী আবেদন করেছে।

এদিকে ভর্তি জালিয়াতি চক্রের অপতৎপরতা বন্ধে সজাগ থাকার কথা জানান রাবি উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির ছাত্তার তাপু।

তিনি বলেন, এবারও তিনটি ইউনিটে এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটরসহ অন্যান্য মেমোরিযুক্ত বা অন্য কোনো ধরনের ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। জালিয়াতি বা প্রতারক চক্রের কোনো ফাঁদে পা না দেয়ার অনুরোধ উপাচার্যের।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক জানান, ভর্তি পরীক্ষা যেন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এরই মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা হল, ছাত্রাবাস, আবাসিক হোটেলে ভিড় করছেন।
সুত্রঃ সময় নিউজ

Leave a Comment