রেলের সহকারী স্টেশনমাস্টারের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩৫
- September 6, 2022
- 0 Comments
বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩৫ জন। রেলওয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার্থীরা এই লিংকে ফল দেখতে পারবেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে রেলওয়ের ওয়েবসাইট, টেলিটকের ওয়েবসাইট ও দৈনিক পত্রিকার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রার্থী আবেদন ফরমে ভুল তথ্য দিলে নিয়োগপ্রক্রিয়ার যেকোনো পর্যায়ে তাঁর প্রার্থিতা বাতিল হবে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।গত ৬ আগস্ট রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার পদের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়।
সূত্রঃ প্রথম আলো
© 2018 – 2025 jobmatchingbd.com | Developed By VISION IT