সমন্বিত ব্যাংক নিয়োগ পরীক্ষার গুরুত্বপূর্ণ ১০০ প্রশ্নোত্তর

সমন্বিত ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষা

NT 32K 592

সামনেই সমন্বিত ব্যাংকের অফিসার পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক এই নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতিও চাই যুতসই। এ লক্ষ্যে হালনাগাদ ১০০টি সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর থাকছে পরীক্ষার্থীদের জন্য- 

১। ২০২২-২৩ অর্থ বছরের জাতীয় বাজেটের পরিমাণ ৬,৭৮,০৬৪ কোটি টাকা।

২। পদ্মা সেতু বা পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন হয়- ২৫ জুন ২০২২ সাল।

৩। ঢাকা মেট্রো রেল উদ্বোধন হয়- ২৮ ডিসেম্বর ২০২২ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।

৪। ঢাকা মেট্রো রেলের প্রথম চালক- মরিয়ম আফিজা। প্রথম যাত্রী- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৫। উত্তরা থেকে আগারগাঁও। দৈর্ঘ্য ১১.৭৩ কিলো । মোট দৈর্ঘ্য ২১.২৬ কি:মি।

৬। ঢাকা মেট্রো রেল লোগো ডিজাইনার- আলী আহসান ।

৭। ঢাকা মেট্রো রেল যাত্রী নিয়ে চলাচল- ২৯ ডিসেম্বর ২০২২। [চলাচল- সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত]

৮। ঢাকা মেট্রো রেলের অর্থায়ন- বাংলাদেশ সরকার ২৫% ও জাইকা ৭৫%।

৯। বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের ১২তম সম্মেলন অনুষ্ঠিত হয়- জেনেভা, সুইজারল্যান্ড।

১০। ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বাভারিয়ান আল্পস, জার্মানি ।

১১। ২০২৩ সালে (৪৯তম) জি-৭ এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- হিরোশিমা, জাপান।

১২। ব্রিকস্‌ এর ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়- চীন।

১৩। অ্যাপেক এর ২৯তম সম্মেলন অনুষ্ঠিত হয়- ব্যাংকক, থাইল্যান্ড।

১৪। ন্যাটো এর ৩২তম সম্মেলন অনুষ্ঠিত হয় – মাদ্রিদ,স্পেন।

১৫। আফ্রিকান ইউনিয়ন- এর ৩৫তম সম্মেলন অনুষ্ঠিত হয় – আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

১৬। ইসলামিক সহযোগী সংস্থা- এর ১৫ তম সম্মেলন অনুষ্ঠিত হয়- গাম্বিয়া।

১৭। এশিয়া অবকাঠামো বিনিয়োগ ব্যাক -এর ৭তম সম্মেলন অনুষ্ঠিত হয় -রাশিয়া।

১৮। এশিয়ান উন্নয়ন ব্যাংক – এর ৫৫তম সম্মেলন অনুষ্ঠিত হয় -শ্রীলঙ্কা।

১৯। কমনওয়েলথের ৫৫ ও ৫৬তম -সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করে গ্যাবন ও টোগো।

২০। কমনওয়েলথের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়: কিগালি, রুয়ান্ডা।

২১। জলবায়ু সম্মেলন বা কোপ২৭ এর স্থান- মিশরের শার্ম আল-শেখ।

২২। জি-২০- এর ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়- বালি, ইন্দোনেশিয়া।

২৩। ২০২৩ সালে জি-২০ ১৮তম সম্মেলন হবে ভারতে।

২৪। ২০২৪ সালে জি-২০ ১৯তম সম্মেলন হবে ব্রাজিলে।

২৫। ২০২৩ সালে ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে- দক্ষিণ আফ্রিকাতে।

২৬। মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান ১২৯তম (১৯১টি দেশের মধ্যে)।

২৭। ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স বাংলাদেশ ১১১তম (শীর্ষ: ডেনমার্ক, সর্বনিম্ন দেশ: দক্ষিণ সুদান)

২৮। বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান: ১০২তম (শীর্ষ দেশ: সুইজারল্যান্ড, সর্বনিম্ন দেশ: গিনি)

২৯। Global Hunger Index-2022 -এর তথ্যানুযায়ী, বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান: ৮৪ (ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি: ইয়েমেন।)

৩০। ‌‘হ্যানলি পাসপোর্ট সূচক-২০২৩’ এ বাংলাদেশের অবস্থান: ১০০তম (১ম-জাপান)

৩১। বাংলাদেশের অর্থনীতির জিডিপি পরিমাপের নতুন ভিত্তি বছর ২০১৫-১৬।

৩২। বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি হিসেবে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (নাসডাক) তালিকাভুক্ত হয়েছে- Fintech Ecosystem Development Corporation.

৩৩। ন্যাটোর বর্তমান সদস্য দেশ-৩৩টি। (সর্বশেষ সদস্য – উত্তর মেসিডোনিয়া)।

৩৪। বর্তমানে World Food Programme  এর সভাপতি- মো. শামীম আহসান (বাংলাদেশ)।

৩৫। বাংলাদেশ ব্যাংকের ১২তম গভর্নর হলেন- আব্দুর রউফ তালুকদার।

৩৬। বর্তমান (১৩তম) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

৩৭।  নতুন মন্ত্রীপরিষদ সচিব মাহবুব হোসেন।

৩৮। জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক নতুন হাইকমিশনার- ভলকার তুর্ক (অস্ট্রিয়া)

৩৯। জাতিসংঘের বর্তমান পুলিশ প্রধান লুইস লিবেরিও কারিলহো।

৪০। বর্তমানে পোশাক রপ্তানিতে বাংলাদেশ অবস্থা – ২ (১ম অবস্থান চীন)

৪১। বর্তমানে বাংলাদেশের টি-২০ ও টেস্ট দলের অধিনায়কের নাম- সাকিব আল হাসান।

৪২। বর্তমানে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক হলেন তামিম ইকবাল খান।

৪৩। বিশ্ব অর্থনীতির শীর্ষ ৫টি দেশ: যুক্তরাষ্ট্র, চীন, জাপান, জার্মানি ভারত।

৪৪। রাশিয়ার জ্বালানির শীর্ষ আমদানিকারক দেশ হলো- চীন।

৪৫। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান- ৩য় (ধান ও গম উৎপাদনে শীর্ষ দেশ-চীন)।

৪৬। ‌‘ভিশন-২০৪১’ জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হবে- ৯ দশমিক ৯ শতাংশ।

৪৭। বিশ্বের কয়টি দেশে নিউক্লিয়ার উইপনস্‌ ব্যবহার করে- ৯টি দেশ।

৪৮। অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।

৪৯। সম্প্রতি ইরান যে মুদ্রাকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করে- রাশিয়ান রুবল।

৫০। বাংলাদেশ শিক্ষা ও আইসিটি খাতে অবদানের জন্য সম্প্রতি ‘ ওয়ার্ল্ড  বুক অব রেকর্ড পুরস্কার লাভ করেন মো. সবুর খান।

৫১। ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে- বাংলাদেশে

৫২। অষ্টম টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়-অস্ট্রেলিয়া; অক্টোবর-নভেম্বর ২০২২ সাল।

৫৩। ৯ম টি২০ বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে- মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ, ২০২৪।

৫৪। দ্বাদশ নারী ওয়ানডে বিশ্বকাপ কোথায় ও কখন অনুষ্ঠিত হয়? উ. নিউজিল্যান্ড ; ২০২২ সাল।

৫৫। ১৩তম ওয়ানডে বিশ্বকাপ কোথায় ও কখন অনুষ্ঠিত হবে? উ. ভারত, ২০২৩ সাল।

৫৬। ২২ তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়- কাতার, ২০২২ সাল (চ্যাম্পিয়ন-আর্জেটিনা, রানার আপ-ফ্রান্স)

৫৭। ২৩তম বিশ্বকাপ ফুটবল কোথায় ও কখন অনুষ্ঠিত হবে? উ. 
ইউএসএ, কানাডা ও মেক্সিকো; ২০২৬।

৫৮। ৩২তম অলিম্পিক কোথায় ও কখন অনুষ্ঠিত হয়? উ. জাপান

৫৯। ৩৩তম অলিম্পিক কোথায় ও কখন অনুষ্ঠিত হবে? . ফ্রান্স, ২০২৪ সাল।

৬০। ৩৪তম অলিম্পিক কোথায় ও কখন অনুষ্ঠিত হবে? উ. যুক্তরাষ্ট্র, ২০২৮ সাল।

৬১। যুক্তরাষ্ট্রের ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে-৫ নভেম্বর, ২০২৪ .

৬২। ২০২২ সালে আইসিসি’র আগস্ট মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হন-পুরুষ: সিকান্দার রাজ, জিম্বাবুয়ে।

৬৩। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে শীর্ষ দেশ -মালদ্বীপ।

৬৪। মাইক্রোসফট অফিসের নতুন নাম – Microsoft 365।

৬৫। বাংলাদেশের প্রথম যুদ্ধ-শিশু হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাচ্ছেন সিরাজগঞ্জের ‘মেরিনা খাতুন’।

৬৬। ডিজিটাল বাংলাদেশের নাম পরিবর্তন করে স্মার্ট বাংলাদেশ করা হয় ১২ই ডিসেম্বর, ২০২২

৬৭। ডিজিটাল বাংলাদেশ দিবস কবে পালিত হয়-১২ই ডিসেম্বর

৬৮। স্মার্ট বাংলাদেশ ২০৪১ বিনির্মাণের লক্ষ্যে ৪টি (স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমিক, স্মার্ট সোসাইটি এবং স্মার্ট গভর্নমেন্ট)।

৬৯। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ- ৩২.৬৯ বিলিয়ন ডলার ফেব্রুয়ারি, ২০২৩

৭০। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০ তম -দেশ হিসেবে ইউরো মুদ্রা ব্যবহার করে ক্রোয়েশিয়া।

৭১। ব্রাজিলের কিংবদন্তি প্লেয়ার গেলে মারা যান- ২৯ ডিসেম্বর, ২০২২।

৭২। আইএমএফ এর মতে রিজার্ভ মুদ্রার ভিত্তিতে ২০২২ সালে বাংলাদেশের অবস্থান- ৪৭ তম

৭৩। বিশ্বব্যাংকের মতে ২০২৩ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.২%।

৭৪। তরুণদের ধূমপান-বন্ধের আইন চালু হয়- নিউজিল্যান্ড।

৭৫। ডিজিটাল বাংলাদেশ ২০২২ পুরস্কার পেয়েছে বিদ্যুৎ বিভাগ।

৭৬। জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করা হয়- ৩০ ডিসেম্বরকে।

৭৭। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তনে ‘ডক্টর অব লজ’ ডিগ্রি পেলেন- সমাবর্তন বক্তা নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ : ড. জাঁ তিরোল।

৭৮। বিশ্বব্যাংকের প্রকাশিত ‘গভটেক ম্যাচ্যুরিটি ইনডেক্স ২০২২’ -এর তালিকায় বিশ্বের ১৯৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান-২১তম ৷

৭৯। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মাঙ্কিপক্স ভাইরাসের নতুন নাম দিয়েছে- ‘এমপক্স’।

৮০। মাঙ্কিপক্সের এর টিকার নাম- Jynneos/ Invamex (আবিষ্কারক : Bavarian Nordic)

৮১। বর্তমানে ভোক্তা-ঋণের সুধার ১২% ( পূর্বে ছিল ৯%)।শিল্পখাতে ঋণের সুধার ৯%।

৮২। পদ্মা সেতু উদ্বোধন করা হয় – ২৫ জুন, ২০২২

৮৩। মেট্রো রেল উদ্বোধন করা হয় – ২৮ ডিসেম্বর, ২০২২

৮৪. ডিজিটাল বাংলাদেশের বর্তমান নাম – স্মার্ট বাংলাদেশ।

৮৫. বাংলাদেশ এলডিসি থেকে মুক্ত হবে- ২৪ নভেম্বর, ২০২৬

৮৬. বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা পাবে – ২০২৯ সাল পর্যন্ত

৮৭। ১৬ ডিসেম্বর, ২০২২ মুক্তি পাওয়া মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‌‌‘জয় বাংলা’ এর পরিচালক-কাজী হায়াৎ।

৮৮। জিডিপি প্রবৃদ্ধি ৭.১০% (কৃষিতে ৩.০৫%, শিল্পতে ৯.৮৬%, সেবাতে প্রবৃদ্ধি ৬.২৬%)।

৮৯। জিডিপিতে অবদান-কৃষি খাত ১১.৬১%, শিল্প খাত ৩৬.৯২%, সেবা খাত-৫১:৪৮%

৯০। মাথাপিছু আয় ২,৭৯৩ মার্কিন ডলার, মাথাপিছু জিডিপি ২৬৮৭ মার্কিন ডলার

৯১। বৈশ্বিক বিনিয়োগে শীর্ষ দেশ: চীন ও বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।

৯২। বাংলাদেশে বিনিয়োগে-শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র ও ২য় শীর্ষ দেশ: চীন।

৯৩। বৃহত্তম অর্থনৈতিক জোট- ইউ, বৃহত্তম বাণিজ্যিক সংস্থা-ডব্লিটিও, বৃহত্তম মুক্ত বাণিজ্যিক চুক্তি-আরসিইপি।

৯৪। তেল রপ্তানিতে শীর্ষ দেশ- সৌদি আরব (দ্বিতীয়-রাশিয়া) ও তেল আমদানিতে শীর্ষ দেশ – চীন।

৯৫। তেল রিজার্ভে শীর্ষ দেশ – যুক্তরাষ্ট্র ও উত্তোলন-যোগ্য তেলের মজুদ শীর্ষ দেশ – ভেনিজুয়েলা।

৯৬। যুক্তরাষ্ট্র গ্রিন বিল্ডিং কাউন্সিলের সর্বশেষ তালিকায় বিশ্বের পরিবেশ-বান্ধব শীর্ষ ১০০ কারখানার মধ্যে ৫২টি বাংলাদেশে। (শীর্ষ ১০ পরিবেশ-বান্ধব কারখানার ৮টিই বাংলাদেশের)

৯৭। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে আগামীতে আসছেন ভারতীয়-মার্কিন নাগরিক অজয় বঙ্গা।

৯৮। দেশের ৩৩তম সেনানিবাস-বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস [মিঠামইন, কিশোরগঞ্জ]

৯৯। নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর নাম : পুষ্প কমল দাহাল

১০০। সার্কের বর্তমান চেয়ারপার্সন- পুষ্প কমল দাহাল (নেপাল)

সূত্রঃ dhakapost

Post Related Things: সরকারি চাকুরি, বেসরকারি চাকুরী, ব্যাংক জব, এন জি ও জব, প্রাইভেট কোম্পানী জব, ডাক্তার জবস, পুলিশ জব, আইনজীবী চাকুরি,সেনাবাহিনী চাকুরী, বিমান বাহিনী চাকুরী, নেভী চাকুরী, এসএসসি পাস চাকুরী, এইচএসসি পাস চাকুরী, ৫ম শ্রেণী পাস চাকুরী, প্রথম আলো চাকুরী, কালের কন্ঠ চাকুরী, বাংলাদেশ প্রতিদিন চাকুরী, চাকরির খবর, এনটিভি চাকুরি, জাগো জবস, বিডি জবস, আজাদী জবস,

government jobs, govt job, private job, company job, bank jobs, ngo jobs, teacher jobs, education jobs, university jobs, school jobs, chattogram jobs, dhaka jobs, khulna jobs, rajshahi jobs, barishal jobs, rangpur jobs, bdjobs, jagojobsntv jobsprothom alo jobskaler kantho jobsbangladesh pratidin jobsazadi jobs, hsc passed jobs, ssc passed jobs, part time jobs, full time jobs, contractual jobs, foreign jobs, It jobs, army jobsair force jobsnavy jobs, doctor jobs, professor jobs, new job circular 2023, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Leave a Comment