Job Preparation about the rivers of Bangladesh

NT44K973

Job Preparation – চাকরির পরীক্ষার জন্য বাংলাদেশের নদ-নদী সম্পর্কিত সাধারণ জ্ঞান সম্পর্কে জেনে রাখুন।

 

০১। বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীর নাম কি কি ?

উত্তরঃ পদ্মা , মেঘনা , যমুনা , ব্রহ্মপুত্র , কর্ণফুলী , সুরমা ও মধুমতি ইত্যাদি।

০২। শাখা প্রশাখা সহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কত?

 উত্তরঃ ২৩০ টি

০৩। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? 

উত্তরঃ সুরমা (দৈর্ঘ্য ৩৯৯ কিলোমিটার)

০৪। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি?

উত্তরঃ পদ্মা নদী (দৈর্ঘ্য ৩৬৬ কিলোমিটার)

০৫। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? 

 উত্তরঃ ব্রহ্মপুত্র (বাংলাদেশের একটিমাত্র নদ)

০৬।বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি? 

উঃ যমুনা।

০৭। বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? 

উঃ কর্ণফুলী ।

০৮। বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি?

উঃ নাফ।

০৯। নাফ নদীর দৈর্ঘ্য কত?

উঃ ৫৬ কি. মি. ।

১০।বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?

 উঃ হাড়িয়াভাঙ্গা।

১১। দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তরঃ সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর ।

 ১২। ভারত কোন নদীর ওপর ফারাক্কা বাধ তৈরি করেছে?

উত্তরঃ গঙ্গা ৷

প্রশ্নঃ মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?

 উত্তর  আসামের লুসাই পাহাড়ে।

১৩। উৎপত্তিস্থলে মেঘনার নাম কী? 

উত্তরঃ বরাক নদী।

১৪। কোন নদী বাংলাদেশের ভেতরে দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়?

উত্তরঃ  মেঘনা ।

১৫। দুই ভাগ হয়ে মেঘনা কী কী নামে প্রবাহিত হয়? 

উত্তরঃ সুরমা ও কুশিয়ারা ।

১৬। সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে?

উঃ ভৈরব বাজারের নিকট (পরীক্ষায় আসলে আজমেরীগঞ্জ উত্তর দিতে হবে)।

১৭। সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কী নাম ধারণ করে?

উত্তরঃ কালনি ।

১৮। কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করে? 

উত্তরঃ  ভৈরব বাজারের নিকট (বিঃদ্রঃ যে কোন পরীক্ষায় আসলে আজমিরিগঞ্জ দিতে হবে।)

১৯। মেঘনা নদী কোথায় পতিত হয়েছে? 

উত্তরঃ বঙ্গোপসাগরে ।

২০। বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? 

উত্তরঃ  বুড়িগঙ্গা (১৮৬৪ সালে)।

২১। পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে কোথায়?

 উত্তরঃ চাঁদপুর ।

২৩। যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে কোথায়?

 উত্তরঃ গোয়ালন্দ ।

২৪। পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায়?

উত্তরঃ  ভৈরব বাজার ।

২৫। বাঙালী নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায়?

উত্তরঃ বগুড়া ।

২৬।  রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?

উত্তরঃ খুলনা ।

২৭।তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে কোথায়? 

উত্তরঃ কুড়িগ্রামের চিলমারীতে।

২৮। বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?

উঃ হালদা ও সাঙ্গু ।   

২৯। হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়?

 উত্তরঃ  খাগড়াছড়ির বাদনাতলী পর্বত শৃঙ্গ থেকে। 

৩০।বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদীগুলো কী কী?

উত্তরঃ আত্রাই, মহানন্দা (পুনর্ভরা, টাঙ্গন)। 

৩১। কাটাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?

 উত্তরঃ  কর্ণফুলী নদীর ওপর ।

৩২। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কবে? 

উত্তরঃ ১৯৬২ সালে।

৩৩। কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে? 

উত্তরঃ কর্ণফুলী নদীতে।

৩৪। জোয়ার ভাটা হয় না কোন নদীতে?

উত্তরঃ  গোমতী নদীতে ।

৩৫। গোমতী নদীকে কি বলা হয়?

উত্তরঃ কুমিল্লার দুঃখ ।

৩৬। বাংলাদেশের মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী কতটি?

 উত্তরঃ ৫৮টি।

৩৭। ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি? 

উত্তরঃ  ৫৫টি।

৩৮ঃ ভারত হতে বাংলাদেশে আসা নদী কতটি?

 উঃ ৫৫টি

৩৯। মায়ানমার থেকে আসা অভিন্ন নদী কতটি? 

উঃ ৩টি । যথাঃ  নাফ, সাঙ্গু ও মাতামুহুরী । 

৪০। বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি?

উত্তরঃ ১টি (পদ্মা/গঙ্গা)।

৪১। বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কতটি?

উত্তরঃ ১টি (কুলিখ) ।

৪২। কোন নদীটি একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়?

উত্তরঃ  রূপসা (রূপ লাল সাহার নামে)।

৪৩ যমুনা নদীর পূর্ব নাম কী?

উত্তরঃ জোনাই নদী ।

৪৪। বুড়িগঙ্গা নদীর পূর্বনাম কী? 

উত্তরঃ  দোলাই নদী (দোলাই খাল) । 

৪৫। ব্রহ্মপুত্র নদীর পূর্বনাম কী?

উত্তরঃ লৌহিত্য।

৪৬। পদ্মা নদীর পূর্বনাম কী?

উত্তরঃ  কীর্তিনাশা।

৪৭। পদ্মা নদীর শাখা নদী কোনটি?

উত্তরঃ  মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, কপোতাক্ষ, গড়াই, বড়াল, ইছামতি, কুমার, মাথাভাঙ্গা।

৪৮। পদ্মার উপ-নদী কী কী?

উত্তরঃ মহাগঙ্গা, টাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক । 

৪৯। যমুনা নদীর শাখা নদী কী কী?

উত্তরঃ ধলেশ্বরী, বুড়িগঙ্গা।

৫০। যমুনা নদীর উপ-নদী কী কী?

উত্তরঃ  তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, বাঙালী,

দুধকুমার, যমুনেশ্বরী ।

৫১। মেঘনা নদীর উপনদী কী কী?

উঃ শীতলক্ষ্যা, গোমতি, ডাকাতিয়া ।

৫২। কর্ণফুলী নদীর উপনদী কী কী? 

উত্তরঃ  চেঙ্গী, মাসলং, সাইনী, হালদা, কাপ্তাই রাথিয়ং, গোয়ালখালী ।

৫৩। মায়ানমার হতে বাংলাদেশে আসা নদী কতটি ও কী কী? 

উত্তরঃ তিনটি। নাফ, মাতামুহুরী ও সাঙ্গু।

৫৪।  বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?

উত্তরঃ  ধলেশ্বরী।

৫৫। পদ্মা নদী কোন জেলার মধ্যদিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

উত্তরঃ নবাবগঞ্জ (বৃহত্তর রাজশাহী)।

৫৬।মেঘনা নদী কোন জেলার মধ্যদিয়ে প্রবেশ করেছে?

উত্তরঃ সিলেট।

৫৭। ব্ৰহ্মপুত্র নদ কোন জেলার মধ্যদিয়ে প্রবেশ করেছে? 

উত্তরঃ কুড়িগ্রাম ।

৫৮। তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলার মধ্যদিয়ে?

উত্তরঃ নীলফামারী জেলা । 

৫৯। তিস্তা নদীর দৈর্ঘ্য কত?

উত্তরঃ ৪১৪ কিঃমিঃ (সিকিমের অংশের দৈর্ঘ্য ১৫১ কিঃ মিঃ, সিকিম পশ্চিমবঙ্গের সীমানা বরাবর ১৯ কিঃ মিঃ, পশ্চিমবঙ্গের ভিতরে ১২৩ কিঃমিঃ, বাংলাদেশের ভিতরে ১২১ কিঃ মিঃ)।

৬০। তিস্তা নদীর উপর ভারতের জলপাইগুড়ির গজলডোবা নামক স্থানে ভারত ব্যারেজ নির্মাণ করে কবে?

উত্তরঃ ১৯৮৫ সালে ।

৬১। বাংলাদেশের সীমা থেকে কত কিঃমিঃ উজানে ভারত তিস্তা নদীর উপর ব্যারেজ নির্মাণ করেন?

উত্তরঃ  ৬৫ কিঃমিঃ।

৬২ঃ বাংলাদেশের উত্তরাঞ্চলের ‘লাইফ লাইন’ বা ‘জীবনরেখা’ বলা হয় কোন নদীকে?

উত্তরঃ  তিস্তা নদীকে।

৬২। কর্ণফুলী নদী কোন জেলার মধ্যদিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?

উত্তরঃ  পার্বত্য চট্টগ্রাম ও রাঙামাটি মধ্যদিয়ে। 

৬৩। নদী সিকস্তি কারা?

উত্তরঃ নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ ।

৬৪ঃ নদী পয়স্তী কারা?

উত্তরঃ  নদীর চর জাগলে যারা চাষাবাদ করতে যায় ।

৬৫। কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?

উত্তরঃ মেঘনা।

৬৬। ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখার নাম কি?

উত্তরঃ  যমুনা।

৬৭। শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে কোথায় থেকে?

উঃ পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে ।

৬৮। বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি?

উত্তরঃ  নারায়ণগঞ্জ ।

৬৯। বাংলাদেশের নদী গবেষণা ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?

উঃ ফরিদপুরে ।

৭০। বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নামানুসারে?

উত্তরঃ ফেনী ।

৭১। মাওয়া ফেরীঘাট কোন নদীর তারে অবস্থিত।।

উত্তরঃ পদ্মা নদীর তীরে ।

৭২। মাওয়া ফেরীঘাট কোন জেলায় অবস্থিত।

উত্তরঃ মুন্সিগঞ্জ জেলায় ।

৭৩। কাওরাকান্দি ফেরীঘাট কোন জেলায় অবস্থিত।

উত্তরঃ শিবচরের মাদারীপুরে।

৭৪। দৌলতদিয়া ফেরীঘাট কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ রাজবাড়ি জেলায় ।

৭৫। পাটুরিয়া ফেরীঘাট কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ মানিকগঞ্জ জেলায় ।

৭৬। আরিচা ফেরীঘাট কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ  মানিকগঞ্জ জেলায় ।

৭৭। নগরবাড়ি ফেরীঘাট কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ পাবনা জেলায় ।

৭৮। বাহাদুরাবাদ ঘাট কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জে।

৭৯। জগন্নাথগঞ্জ ঘাট কোন জেলায় অবস্থিত? 

উত্তরঃ জামালপুর জেলার সরিষাবাড়িতে।

৮০। ভারত টিপাইমুখ বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করছে? 

উত্তরঃ বরাক নদী

You can see these job preparation posts also on our Facebook.
Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group

 

আরও পড়ুন

            ― সরকারি চাকুরির বিজ্ঞপ্তি দেখুন

            ― চাকুরির পরীক্ষার রুটিন ও ফলাফল জানুন

            ― নতুন পুরাতন পণ্য বেচা-কেনা করুন


Post Related Things:

jobs exam alert , job news , job news today , job newspaper , bdjobs govt , bdjobs kb , bdjobs circular , jagojobs , ntv jobs , ntv jobs news , prothom alo jobs , prothom alo job circular today, bangladesh pratidin jobs , bangladesh pratidin job circular , azadi jobs , azadi jobs in Chittagong , বেসরকারি চাকরি খবর , সরকারি চাকরি খবর , prothom alo chakri bakri , বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকের খবর , চাকরির খবর , সাপ্তাহিক চাকরির খবর 2023 , আজকের চাকরি খবর , আজকের চাকরির খবর , জাগো জবস , জাগো নিউজ , বিডি জবস , আজাদী জবস , আজাদী , new job exam, exam result, পূবালী ব্যাংক লিমিটেড job news ,

Leave a Comment