General Knowledge Geography of Bangladesh – Job Preparation

NT45K82

Job Preparation – চাকরির পরীক্ষার জন্য বাংলাদেশের ভূ-প্রকৃতি (Geography of Bangladesh) সম্পর্কিত সাধারণ জ্ঞান সম্পর্কে জেনে রাখুন।

 

১। বাংলাদেশের ভূ-প্রকৃতি কিরূপ ?

উত্তরঃ বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ এবং সীমিত উচ্চভূমি ছাড়া সমগ্র দেশ এক বিস্তীর্ণ বৈচিত্রহীন সমভূমি।

২। ভূপ্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে বিভক্ত করা যায়?

উত্তরঃ ৩ ভাগে

১। পাহাড়ি এলাকা ২। সোপান অঞ্চল

৩। প্লাবনভূমি বা পাললিক সমভূমি অঞ্চল। 

৩। বাংলাদেশ কোন অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত?

উত্তরঃ বাংলাদেশের অবস্থান ২০°৩৪” উত্তর হতে ২৬°৩৮” উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১’ পূর্ব দ্রাঘিমা রেখা হতে ৯২°৪১” পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত।

৪। বাংলাদেশে আয়তন কত?

 উত্তরঃ ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।

৫। বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?

 উত্তরঃ কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যানসার।

৬। বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে সোপান অঞ্চল গঠিত ?

উত্তরঃ ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় অঞ্চল নিয়ে বাংলাদেশের সোপান অঞ্চল গঠিত

৭। বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পাহাড়ি এলাকা গঠিত?

উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলার পূর্বাংশ, কক্সবাজার ও সিলেট জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণ অংশ নিয়ে এ অঞ্চল গঠিত।

৮।বাংলাদেশের কোন কোন অঞ্চল নিয়ে প্লাবনভূমি এলাকা গঠিত?

 উত্তরঃ পদ্মা, মেঘন , যমুনা ও ব্রহ্মপুত্র এবং এদের অসংখ্য উপনদী ও শাখা নদী বাহিত এলাকা নিয়ে প্লাবন ভূমি গঠিত। 

৯। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকা কে কি বলা হয়?  

উত্তরঃ ভেঙ্গী ভ্যালি

১০। সোয়াচ অব নো গ্রাউন্ড’ খাদটি কোথায় অবস্থিত? 

উত্তরঃ  বঙ্গোপসাগরে।

১১। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তরঃ ১২ নটিক্যাল মাইল। এক নটিক্যাল মাইল – ১.৮৫৩ কিলোমিটার।

১২। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?

উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার।

১৩। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এর নাম কি?

উত্তরঃ  সেন্টমার্টিন।

১৪। পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ এর নাম কি?  

উত্তরঃ বাংলাদেশ।

১৫। সমুদ্র সমতল থেকে সবচেয়ে বেশি উঁচুতে কোন জেলা অবস্থিত ?

উত্তরঃ দিনাজপুর জেলা (৩৭.৫ মিটার)

১৬।বাংলাদেশের পাহাড় গুলো গঠিত হয় কোন যুগে?

উত্তরঃ টারশিয়ারী যুগে।

১৭। বাংলাদেশের বৃহত্তম এবং উঁচু পাহাড় কোনটি? 

উত্তরঃ গারো পাহাড় ।

১৮। গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?  

উত্তরঃ ময়মনসিংহ জেলায় । .

১৯। বাংলাদেশের অবস্থান কোন অঞ্চলে 

উত্তরঃ ক্রান্তীয় অঞ্চলে 

২০। ঢাকার প্রতিপাদ স্থান কোথায় অবস্থিত?

 উত্তরঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। 

২১। বরেন্দ্রভূমি কাকে বলে? 

উত্তরঃ রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশকে বরেন্দ্রভূমি বলে।

২২। বরেন্দ্রভূমি আয়তন কত? 

উত্তরঃ ৯,৩২৪ বর্গ কিলোমিটার।

২৩। মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? 

উত্তরঃ গাজীপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল

 ২৪।মধুপুর ও ভাওয়ালের গড় এর আয়তন কত?

 উত্তরঃ  ৪,১০৫ বর্গ কিলোমিটার

২৫। বাংলাদেশের নিম্ন অঞ্চলের জেলা সমূহ কিভাবে গঠিত?

 উত্তরঃ প্লাবন সমভূমি

২৬। পুরাতন পলল গঠিত চত্বর ভূমি গঠিত হয় কোন যুগে? 

উত্তরঃ প্লাইস্টোসিন যুগে।

২৭।সোপান অঞ্চল কি?  

উত্তরঃ চত্বর ভূমি।

.২৮। বাংলাদেশের ভূখণ্ড সৃষ্টির পূর্বে এখানে কি ছিল?

 উত্তরঃ বঙ্গ খাত

২৯। বাংলাদেশের আগে সাগর ছিল তার প্রমাণ কি? 

উত্তরঃ চুনাপাথরের খনি 

৩০। বাংলাদেশে কোন কোন ঋতুর প্রভাব বেশি? 

উত্তরঃ গ্রীষ্ম, শীত ও বর্ষা ।

৩১। বাংলাদেশের কোন ঋতুকে স্বতন্ত্র কতু বলা হয়।

উত্তরঃ  বর্ষা ঋতুকে।

৩২। ঢাকায় আজ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কত? 

উত্তরঃ  ৪২.৩° সেলসিয়াস (১৯৬০ সালে)।

৩৩। SPARRSO কী?

উত্তরঃ  মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র। 

৩৪। SPARRSO এর পূর্ণরূপ কী?

উত্তরঃ  Space Research and Remote Sensing Organization.

৩৫। SPARRSO কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকার আগারগাঁয়ে।

৩৬। ১৫ নভেম্বর ২০০৭ বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম কি?

উত্তরঃ সিডর

৩৭। সিডর কোন শব্দ ?

উত্তরঃ সিংহলী ( এর অর্থ চোখ)

৩৮। বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় আইলা কবে আঘাত হানে? 

উত্তরঃ ২৫ মে ২০২৯

৩৯। আইলা শব্দের অর্থ কি?

উত্তরঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরনের প্রাণী।

৪০। বাংলাদেশের শীতলতম মাস কোনটি?

উত্তরঃ জানুয়ারি।

You can see these job preparation posts also on our Facebook.
Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group

 

আরও পড়ুন

            ― সরকারি চাকুরির বিজ্ঞপ্তি দেখুন

            ― চাকুরির পরীক্ষার রুটিন ও ফলাফল জানুন

            ― নতুন পুরাতন পণ্য বেচা-কেনা করুন


Post Related Things:

jobs exam alert , job news , job news today , job newspaper , bdjobs govt , bdjobs kb , bdjobs circular , jagojobs , ntv jobs , ntv jobs news , prothom alo jobs , prothom alo job circular today, bangladesh pratidin jobs , bangladesh pratidin job circular , azadi jobs , azadi jobs in Chittagong , বেসরকারি চাকরি খবর , সরকারি চাকরি খবর , prothom alo chakri bakri , বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকের খবর , চাকরির খবর , সাপ্তাহিক চাকরির খবর 2023 , আজকের চাকরি খবর , আজকের চাকরির খবর , জাগো জবস , জাগো নিউজ , বিডি জবস , আজাদী জবস , আজাদী , new job exam, exam result, পূবালী ব্যাংক লিমিটেড job news ,

Leave a Comment