General Knowledge About Padma Bridge – Job Preparation BD

Job Preparation BD – চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য পদ্মা সেতু ( Padma Bridge) সম্পর্কে সাধারণ জ্ঞান জেনে রাখুন।

NT45K27

পদ্মা সেতুর ( Padma Bridge) প্রকল্পের নাম কি?

উত্তরঃ পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।

পদ্মা সেতু নির্মাণের আনুষ্ঠানিক চুক্তি কখন হয়?

উত্তরঃ বাংলাদেশ সরকার এবং চিনা চায়না মেজর ব্রিজ কোম্পানির সাথে ১৭ই জুন, ২০১৪ইং সালে চুক্তি হয়

পদ্মা সেতুর ধরন কি?

উত্তরঃ পদ্মা সেতুর ধরন দ্বিতল বিশিষ্ট কংক্রিট এবং স্টিল দিয়ে নির্মিত  সেতু।

পদ্মা সেতু বিশ্বের কততম সেতু?

উত্তরঃ পদ্মা সেতু বিশ্বে ১২২তম সেতু 

পদ্মা সেতুর কত কিলোমিটার?

উত্তরঃ পদ্মা সেতুর ৬.১৫ কিলোমিটার।

পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?

উত্তরঃ পদ্মা সেতুর দৈঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার।

পদ্মা সেতু উদ্বোধন

উত্তরঃ সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়

পদ্মা সেতু উদ্বোধনের তারিখ

উত্তরঃ পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ২৫ জুন ২০২২ সাল

পদ্মা সেতুর খরচ কত?

উত্তরঃ পদ্মা সেতু ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা

পদ্মা সেতুর পিলার কয়টি?

উত্তরঃ পদ্মা সেতুর পিলার রয়েছে ৪২টি

পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত?

উত্তরঃ দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. ও প্রস্থ ১৮.১০ মি

পদ্মা সেতুর দুই প্রান্ত কোন দুটি জেলায় অবস্থিত?

উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরীয়তপুর

পদ্মা সেতুর দুই প্রান্তের জেলার নাম কি

উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরীয়তপুর

পদ্মা সেতুর নকশা প্রণয়ন করেছে

উত্তরঃ আমেরিকার মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM

পদ্মা সেতুর উচ্চতা কত

উত্তরঃ পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা ৬০ ফুট।

পদ্মা সেতুর স্প্যান কয়টি?

উত্তরঃ সেতুটিতে ৪১টি স্প্যান রয়েছে 

পদ্মা সেতুর ভূমিকম্প সহনীয় মাত্রা কত? 

উত্তরঃ ভূমিকম্পন সহনশীল ৯ মাত্রা।

পদ্মা সেতুর খরচ কত?

উত্তরঃ পদ্মা সেতু ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা

মাটির কত মিটার গভীরে গিয়ে পাইল বসানো হয়েছে পদ্মা সেতুতে? 

উত্তরঃ পদ্মা সেতু ১২৮ মিটার (৪২০ ফুট) গভীরতাযুক্ত বিশ্বের গভীরতম পাইলের সেতু ।

পদ্মা সেতু কত কিলোমিটার লম্বা

উত্তরঃ পদ্মা সেতু লম্বা ৬.১৫ কিলোমিটার।

পদ্মা সেতুর কাজ কবে শুরু হয়

উত্তরঃ ২৬ নভেম্বর ২০১৪

পদ্মা সেতুর কাজ শেষ কবে  হয়

উত্তরঃ ২৩শে জুন ২০২২

পদ্মা সেতু কয়টি জেলাকে সংযুক্ত করবে

উত্তরঃ পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের ২১টি জেলাকে সংযোগ করেছে।

পদ্মা সেতু এশিয়ার কততম সেতু

উত্তরঃ পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় ৬ষ্ঠ।

পদ্মা সেতুর পিলার ও স্প্যান সংখ্যা

উত্তরঃ ৪১টি স্প‌্যান ও ৪২টি পিলার

পদ্মা সেতুর ১ম স্প্যান বসানোর দিন সেতু দৃশ্যমান হয় কোন তারিখে

উত্তরঃ ৩০ সেপ্টেম্বর ২০১৭  

পদ্মা সেতুতে কোন ধরনের রেল লাইনের সংস্থান আছে

উত্তরঃ ডুয়েল গেজ লাইন

পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলাকে সংযুক্ত করবে

উত্তরঃ পদ্মা সেতু ঢাকার সাথে ১৯টি জেলাকে সংযুক্ত করবে।

পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর

উত্তরঃ পদ্মা সেতুর আয়ুষ্কাল কত বছর ১০০ বছর

পদ্মা সেতুর নির্মাণ ব্যয়

উত্তরঃ পদ্মা সেতুর নির্মাণ ব্যয়  ৩০ হাজার ১৯৩ কোটি ৩৯ লাখ টাকা

পদ্মা সেতু কোন বিভাগে অবস্থিত

উত্তরঃ ঢাকা বিভাগে অবস্থিত

পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে

উত্তরঃ মুন্সিগঞ্জ ও শরীয়তপুর

পদ্মা সেতুতে কাজ করা প্রথম বাঙালী মহিলা প্রকৌশলীর নাম কি 

উত্তরঃ ইশরাত জাহান ইশি 

পদ্মা সেতু নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কী 

উত্তরঃ  চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিঃ

পদ্মা সেতুর মোট পাইলিং সংখ্যা কত

উত্তরঃ ২৬৪ টি।

পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা কত

উত্তরঃ ৬০ ফুট 

পদ্মা সেতুর প্রকল্পের জনবল কত

উত্তরঃ পদ্মা সেতুর প্রকল্পের জনবল  প্রায় ৪ হাজার।

পদ্মা সেতুর ভায়াডাক্ট পিলার কয়টি

উত্তরঃ ৮১ টি।

পদ্মা সেতুর পাইলিং গভীরতা কত ফুট

উত্তরঃ ৩৮৩ ফুট।

পদ্মা সেতুর প্রতিটি পিলারের জন্য পাইলিং কয়টি করে করা হয়েছে

উত্তরঃ ৬ টি।

 

 


You can see these Admission News posts also on our Facebook.
Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group

 

আরও পড়ুন

            ― চাকুরি পরীক্ষার প্রস্তুতি নিন

            ― চাকুরির পরীক্ষার রুটিন ও ফলাফল জানুন

            ― নতুন পুরাতন পণ্য বেচা-কেনা করুন

 

Post Related Things:

jobs exam alert , job news , job news today , job newspaper , bdjobs govt , bdjobs kb , bdjobs circular , jagojobs , ntv jobs , ntv jobs news , prothom alo jobs , prothom alo job circular today, bangladesh pratidin jobs , bangladesh pratidin job circular , azadi jobs , azadi jobs in Chittagong , বেসরকারি চাকরি খবর , সরকারি চাকরি খবর , prothom alo chakri bakri , বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকের খবর , চাকরির খবর , সাপ্তাহিক চাকরির খবর 2023 , আজকের চাকরি খবর , আজকের চাকরির খবর , জাগো জবস , জাগো নিউজ , বিডি জবস , আজাদী জবস , আজাদী , new job exam, exam result, পূবালী ব্যাংক লিমিটেড job news ,

University admissions in Bangladesh , university admissions bd , admission date , medical admission requirements in Bangladesh , professional training courses in Bangladesh , skills development in Bangladesh , job interview questions in Bangladesh , cv writing format in Bangladesh , Job exam preparation in Bangladesh , job exam preparation , education in Bangladesh , 

Leave a Comment