Study in Canada Without IELTS in 2023

NT45K628

Study in Canada Without IELTS – কানাডার ৫টি বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে। 

বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনা ক্ষেত্রে পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কানাডা। তবে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে হলে আইইএলটিস স্কোর ভালো হতে হয়। না হয় বিশ্ববিদ্যালয়গুলোে আবেদন গ্রহণ করে না। এছাড়া স্কলারশিপ নিয়ে পড়তে হলে আইইএলটিসে ভালো স্কোর থাকতে হয়। এতো বাধা বিপত্তির পরও দেশটির ৫টি বিশ্ববিদ্যালয় আইইএলটিএস ছাড়া বিদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে। 

কার্লটন বিশ্ববিদ্যালয়

কানাডার অটোয়াতে অবস্থিত কার্লটন বিশ্ববিদ্যালয়ে রয়েছে ২০০টিরও বেশি প্রোগ্রাম, যার মধ্যে বেশ কয়েকটি কানাডার অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র। বিশ্ববিদ্যালয়টি ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের এনট্রান্স স্কলারশিপ প্রোগ্রামে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটের আওতায় বছরে ১ হাজার থেকে ১৬ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত ফান্ড দেয়। এই স্কলারশিপে ভাষাগত দক্ষতার পরীক্ষা বা আইইএলটিএসের ফলাফলের প্রয়োজন পড়ে না।

ববিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়

কানাডার মন্ট্রিলের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হিসেবে খ্যাত। এখানে রয়েছে ৫০০টিরও বেশি প্রোগ্রাম। যার মধ্যে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য ১০০টির বেশি আন্ডারগ্র‍্যাজুয়েট ও ১০০টির বেশি গ্র‍্যাজুয়েট প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের স্কলারশিপ অফার করে থাকে। যার মধ্যে অসাধারণ একাডেমিক ফলাফলধারী ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য এক্সিলেন্স অ্যান্ড ডিস্টিঙ্কশন স্কলারশিপ দিয়ে থাকে। যা বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি কভার করার পাশাপাশি এবং জীবনযাত্রার ব্যয়ের জন্য উপবৃত্তির সুবিধা প্রদান করে। এই স্কলারশিপের জন্য ভাষাগত দক্ষতা পরীক্ষার প্রয়োজন নেই।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইউনিভার্সিটি অব উইনিপেগ

কানাডার ইউনিভার্সিটি অব উইনিপেগ পাবলিক গবেষণাভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি অর্জন করেছে। অন্যান্য সুবিধার পাশাপাশি এখানে শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড, বৃত্তি, স্কলারশিপ, পুরস্কারের মাধ্যমে একাডেমিক সফলতার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। যার মধ্যে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের সুবিধার্থে যেকোনো আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে কানাডার ইউনিভার্সিটি অব উইনিপেগ প্রেসিডেন্ট স্কলারশিপ ফর ওয়ার্ল্ড লিডারস নামে স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের জন্য ভাষাগত দক্ষতার পরীক্ষার প্রয়োজন নেই এবং এটি টিউশন ফি কভার করার পাশাপাশি থাকার খরচ বহনের জন্য ফান্ড দেয়।

বিস্তারিত ও আবেদন করতে এখানে ক্লিক করুন।

ইউনিভার্সিটি অব সাস্কাচেওয়ান

কানাডার ইউনিভার্সিটি অব সাস্কাচেওয়ান বিশ্ব নেতৃত্বে আলাদা জায়গা দখল করে আছে। বিশ্বের নানা অস্থিতিশীল পরিস্থিতিতে এই বিশ্ববিদ্যালয় রেখেছে উল্লেখযোগ্য ভূমিকা। ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জন্য যেকোনো আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট বা গবেষণাভিত্তিক প্রোগ্রামে এই বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাওয়ার্ড নামে স্কলারশিপ প্রদান করে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ভালো একাডেমিক ফলাফল থাকতে হবে এবং ভাষাগত দক্ষতার পরীক্ষার স্কোর প্রয়োজন পড়বে না।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া

ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া কানাডার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে বেশ অনন্য। বিশেষত এই বিশ্ববিদ্যালয়টি এমবিএ প্রোগ্রামের জন্য খ্যাত। এখানকার আন্ডারগ্র‍্যাজুয়েট ও গ্র‍্যাজুয়েট প্রোগ্রামের বেশিরভাগ প্রোগ্রামই সেরার তালিকায়। ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের নেতৃত্ব দক্ষতা ও একাডেমিক সাফল্যের ওপর ভিত্তি করে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়া ইন্টারন্যাশনাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ড নামক স্কলারশিপ অফার করে। এতে ভাষাগত দক্ষতার পরীক্ষার দরকার হয় না। এটি টিউশন ফি কভারের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বহনের জন্য ফান্ড দেয়।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

 

You can see these Admission/Scholarship News posts also on our Facebook.
Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group

 

আরও পড়ুন

            ― চাকুরি পরীক্ষার প্রস্তুতি নিন

            ― চাকুরির পরীক্ষার রুটিন ও ফলাফল জানুন

            ― নতুন পুরাতন পণ্য বেচা-কেনা করুন


Post Related Things:

University admissions in Bangladesh ,  medical admission requirements in Bangladesh , professional training courses in Bangladesh , skills development in Bangladesh , job interview questions in Bangladesh , cv writing format in Bangladesh , Job exam preparation in Bangladesh , job exam preparation , education in Bangladesh , 

Leave a Comment