Why Study in New Zealand for Higher Education

NT46K245

Study in New Zealand – বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা এবং এর সাথে উন্নত জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য অনেকে বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন। নিউজিল্যান্ড বিদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্য।

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা এবং এর সাথে উন্নতজীবনের প্রস্তুতি নেওয়ার জন্য অনেকে বিদেশে পড়াশোনা করার কথা ভাবছেন। নিউজিল্যান্ড বিদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার আকর্ষণীয় গন্তব্য। কারণ দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর খ্যাতি বিশ্বজুড়ে। তাই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা সেখানে পড়তে যায়। বাংলাদেশি শিক্ষার্থীরাও নিউজিল্যান্ডকে তাদের উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে বেছে নিচ্ছে। 

নিউজিল্যান্ডে বসবাসকারী লোকেরা উচ্চবিলাসী হলেও আপনি চাইলে সল্প খরচেই সবকিছু চালিয়ে নিতে পারবেন। কারণ নিউজিল্যান্ডের বসবাসের খরচ তুলনামূলকভাবে কম। শিক্ষার্থীরা সে দেশে মাসে ৩০ হাজার টাকারও কমে নিজেদের ভরণপোষণ করতে পারে। এছাড়া, খণ্ডকালীন চাকরি থেকে মাসিক খরচের চেয়ে বেশি পরিমাণ উপার্জনের সুযোগ রয়েছে।

নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, মাস্টার্স বা পিএইচডি ধাপে বিভিন্ন ধরণের বিষয়ে অধ্যায়নের সুযোগ রয়েছে। নিউজিল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা থাকলে সেখানে পিএইচডি শুরু করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত। আন্তর্জাতিক ছাত্রদের সেখানে স্থায়ী বসবাসের জন্য অনুপ্রাণিতও করছে দেশটি। পিএইচডি করার সময় সেখানে শিক্ষার্থীদের সীমাহীন ঘন্টার জন্য কাজ করার অনুমতি দেওয়া হয়। এছাড়াও, ডিগ্রি অর্জনের জন্য আপনার নিয়মিত বিশ্ববিদ্যালয়ে উপস্থিতি এবং পরীক্ষায় বসার কোনো চাপ নেই। অনলাইনে সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ রেখে মাসে একবার সাক্ষাতের মাধ্যমে আপনি কোর্স শেষ করতে পারবেন।

স্নাতক এবং মাস্টার্স অধ্যায়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাপ্তাহিক গড়ে ২০ ঘন্টার মত কাজ করার অনুমতি দেওয়া হয়। আর আপনি যদি একজন পিএইচড ‘র শিক্ষার্থী হন তবে সেখানে আপনি যতক্ষণ ইচ্ছা কাজ করতে পারবেন। পিএইচডি শেষ করার পরে আপনাকে নিউজিল্যান্ডে কাজ করার জন্য অতিরিক্ত দুই বছর সময় দেওয়া হবে, যা আপনার অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলবে। 

ভর্তি এবং ভিসা

নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে কঠিন প্রতিযোগিতা নেই বা উচ্চতর ডিগ্রির কোর্সে ভর্তির জন্য অনেক বেশি যোগ্যতারও প্রয়োজন নেই। এই ধরনের নমনীয়তার পিছনে কারণ হলো, নিউজিল্যান্ড সরকার তাদের উচ্চশিক্ষা ব্যবস্থার বিকাশের জন্য প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগ করে। আর তাই, ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যার চেয়ে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা বেশি।

কখনও কখনও যদিও কিছু বিশ্ববিদ্যালয়ে আইইএলটিএসের প্রয়োজন হয়, তবে সেক্ষেত্রেও আপনার পূর্বের পড়াশোনা ইংরেজি মাধ্যমে হলে ছাড় দেওয়া হয়। তাছাড়া, নিউজিল্যান্ড অভিবাসনের জন্য আপনাকে জীবনযাত্রার ব্যয়ের জন্য অনেক বেশি সঞ্চয় দেখাতে হবে না। আপনার ব্যাংক অ্যাকাউন্টে মাত্র ৮ থেকে ১০ লাখ টাকা দেখালেই চলবে। আপনাকে যেটি সবচেয়ে গুরুত্ব দিয়ে উপস্থাপন করতে হবে তা হলো- আপনি নিউজিল্যান্ড থেকে ডিগ্রী পেতে সত্যিকার অর্থে প্রচণ্ড আগ্রহী।

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার স্তর

* ব্যাচেলর্স ডিগ্রি
* মাস্টার্স ডিগ্রি 
* ডক্টরাল ডিগ্রি 
* ল্যাঙ্গুয়েজ কোর্স 
* ফাউন্ডেশন বা কালচারাল কোর্স 
* স্বল্প মেয়াদী সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা কোর্স
* ডিপ্লোমা কোর্স 

যে সব  বিষয়ে অধ্যায়ন করা যাবে 

* এপ্লায়েড সায়েন্স 
* টেকনোলোজি ইঞ্জিনিয়ারিং 
* বিজনেস ম্যানেজমেন্ট 
* ম্যাথেম্যাটিক্স 
* এগ্রিকালচার ডিজিটাল ডিজাইন 
* ফ্যাশন এন্ড ডিজাইন 
* ফুড এন্ড হসপিটালিটি 

PhD / Doctoral ডিগ্রির জন্য যে যে যোগ্যতার প্রয়োজন  

* ২ বছরের কাজের অভিজ্ঞতা। 
* মাস্টার্স ডিগ্রি সনদ (থিসিস সহ)।  
* ব্যাচেলর্স ডিগ্রি সনদ (থিসিস সহ) ।
* গবেষণা পত্র। 
* উচ্চ মাধ্যমিক সনদ।
* মাধ্যমিক সনদ ।
* রেকমেন্ডেশন লেটার। 
* IELTS Band Score কমপক্ষে 6.5 । 
* SOP বা Statement of Purpose (যেখানে অবশ্যই Extra-Curricular কাজগুলির উল্লেখ থাকতে হবে) । 
* CV বা Resume ।  

মাস্টার্স ডিগ্রির জন্যযে যে যোগ্যতার প্রয়োজন  

* ব্যাচেলর্স ডিগ্রি সনদ (থিসিস সহ)। 
* গবেষণা পত্র (যদি থাকে) ।
* উচ্চ মাধ্যমিক সনদ ।
* মাধ্যমিক সনদ ।
* IELTS Band Score কমপক্ষে 6.0 ।
* রেকমেন্ডেশন লেটার ।
* SOP বা Statement of Purpose (যেখানে অবশ্যই Extra-Curricular কাজগুলির উল্লেখ থাকতে হবে)।
*  CV বা Resume। 

ব্যাচেলর্স ডিগ্রির জন্য যে যে যোগ্যতার প্রয়োজন  

* উচ্চ মাধ্যমিক সনদ ।
* মাধ্যমিক সনদ ।
* IELTS Band Score কমপক্ষে 5.5 ।
* রেকমেন্ডেশন লেটার ।
* SOP বা Statement of Purpose (কেনো পড়তে যাচ্ছি এবং কেনো ঐ বিশ্ববিদ্যালয় পছন্দ করেছি, সেটা অবশ্যই উল্লেখ করতে হবে) । 
* CV বা Resume । 

ফাউন্ডেশন কোর্সের জন্য যে যে যোগ্যতার প্রয়োজন  

* উচ্চ মাধ্যমিক সনদ । 
* মাধ্যমিক সনদ ।
* IELTS Band Score কমপক্ষে 5.5। 
* রেকমেন্ডেশন লেটার ।
* SOP বা Statement of Purpose (কেনো পড়তে যাচ্ছি এবং কেনো ঐ কোর্স পছন্দ করেছি, সেটা অবশ্যই উল্লেখ করতে হবে)।  
* CV বা Resume । 

নিউল্যান্ডের কিছু উল্লেখযোগ্য স্কলারশিপ

• New Zealand International Scholarship. 
• UC International First Year Scholarship. 
• University of Auckland International Student Excellence Scholarship. 
• ADB Scholarships at University of Auckland .
• Tongarewa Scholarship. 
• Wellington Master’s by Thesis Scholarship. 
• Wellington Doctoral Scholarships. 
• University of Otago International Research Masters Scholarships .
• University of Otago Doctoral Scholarships. 
• University of Waikato International Excellence Scholarships. 
• University of Waikato Doctoral Scholarships.

নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হলে যেসব ডকুমেন্টের প্রয়োজন পড়বে 

* নিউজিল্যান্ডের স্টুডেন্ট ভিসার পূরণ করতে হবে।
* দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। ছবিগুলো অবশ্যই সত্যায়িত করতে হবে।
* আপনার অরিজিনাল পাসপোর্টের কপি।
* ব্যাংক ব্যালেন্সের সাথে ট্র্যাভেল কনফার্মেশন লেটারের কপি।
‘* কেন আপনি নিউজিল্যান্ডে যেতে চাইছেন’ এই বিষয়ের উপর একটি কাভার লেটার।
* আপনার ফ্লাইট সম্পর্কিত সব ধরণের তথ্য ও টিকেটের কপি।
* রিপাবলিক অফ নিউজিল্যান্ডের অন্তর্ভুক্ত যেকোনো একটি হোটেল রিসার্ভেশনের কপি।
* আপনার সিভিল স্ট্যাটাস বোঝানোর জন্য বিয়ের সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন পত্রের কপি।
* এনরোলমেন্টের সত্যায়িত কপি।
* নিউজিল্যান্ডের যে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইছেন সেখান থেকে অ্যাকাডেমিক ডকুমেন্ট, ট্রান্সক্রিপ্ট, ডিপ্লোমা বা ডিগ্রি সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল ইত্যাদির কপি। টিউশন ফিসহ পেমেন্ট রিসিট।

You can see these Education/Scholarship posts also on our Facebook.
Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group

 

আরও পড়ুন

            ― সরকারি চাকুরির বিজ্ঞপ্তি দেখুন

            ― চাকুরির পরীক্ষার রুটিন ও ফলাফল জানুন

            ― নতুন পুরাতন পণ্য বেচা-কেনা করুন


Post Related Things:

University admissions in Bangladesh , university admissions bd , admission date , medical admission requirements in Bangladesh , professional training courses in Bangladesh , skills development in Bangladesh , job interview questions in Bangladesh , cv writing format in Bangladesh , Job exam preparation in Bangladesh , job exam preparation , education in Bangladesh , 

Leave a Comment