NT49K887
Swedish Institute Scholarship Without IELTS 2024 – সুইডেন সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে।
সুইডিশ ইনস্টিটিউট (এসআই) ৭০০টির বেশি মাস্টার্স স্কলারশিপ দেবে। বাংলাদেশসহ ৪১টি দেশের নাগরিক সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ ফর গ্লোবাল প্রফেশনাল (এসআই স্কলারশিপ) নামের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৪ ।
সুযোগ-সুবিধাঃ-
- জীবনযাত্রার খরচের জন্য শিক্ষার্থীদের মাসে ১২ হাজার সুইডিস ক্রোনার ( বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) প্রদান করবে।
- স্বাস্থ্য বিমা প্রদান করবে।
- ভ্রমণের জন্য ১৫ হাজার সুইডিশ ক্রোনা অনুদান।
- এছাড়া সঙ্গে পাবেন এসআই নেটওয়ার্ক ফর ফিউচার গ্লোবাল প্রফেশনালসের মেম্বারশিপ ও এসআই অ্যালামনাই নেটওয়ার্কের মেম্বারশিপ, যা শক্তিশালী একটি নেটওয়ার্ক গঠন করার সুযোগ করে দেবে।
যোগ্যতাসমূহঃ-
- বাংলাদেশের নাগরিক হতে হবে।
- স্নাতক ডিগ্রিসম্পন্ন ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
- তিন হাজার কর্মঘণ্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- সিভি, মোটিভেশন, রেফারেন্স ইত্যাদির কনটেন্ট ও প্রেজেন্টেশন হতে হবে প্রথম শ্রেণির।
- আপনাকে অবশ্যই একটি সুইডিশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে হবে এবং জানুয়ারি ২০২৪–এর মধ্যে একটি অফার লেটার পেতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্রঃ-
- সিভি এবং রেফারেন্স লেটারস (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
- কাজের অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রমাণপত্র (সুইডিশ ইনস্টিটিউটের নির্ধারিত ফরমে)
- বৈধ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি
- মোটিভেশন লেটার
আবেদন প্রক্রিয়াঃ-
You can see these Education/Scholarship posts also on our Facebook.
Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group
আরও পড়ুন
― সরকারি চাকুরির বিজ্ঞপ্তি দেখুন
― চাকুরির পরীক্ষার রুটিন ও ফলাফল জানুন
― নতুন পুরাতন পণ্য বেচা-কেনা করুন
Post Related Things:
University admissions in Bangladesh , university admissions bd , admission date , medical admission requirements in Bangladesh , professional training courses in Bangladesh , skills development in Bangladesh , job interview questions in Bangladesh , cv writing format in Bangladesh , Job exam preparation in Bangladesh , job exam preparation, Education in Bangladesh