পরীক্ষায় নাম, সাল, ঘটনার বিবরণ সঠিক লিখবে

পরীক্ষায় নাম, সাল, ঘটনার বিবরণ সঠিক লিখবে

( SA-25k 829 )

প্রিয় পরীক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম ও ২য় পত্রে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে। ১১টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যেকোনো ৪টির উত্তর দিতে হবে। বহুনির্বাচনিতে ৩০টি প্রশ্ন থাকবে, ১৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বহুনির্বাচনি প্রশ্নের ক্ষেত্রে প্রতিটি অধ্যায় গুরুত্বসহকারে পড়তে হবে। সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে বুঝে পড়ার বিকল্প নেই। সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে প্রথমে উদ্দীপকগুলো ভালোভাবে পড়তে হবে। যে উদ্দীপকের সব কটি প্রশ্নের উত্তর ভালোভাবে লিখতে পারবে, সেটির উত্তর আগে লিখবে। সৃজনশীল প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে ক, খ, গ ও ঘ প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখা উত্তম। ক প্রশ্নের উত্তর জ্ঞানমূলক। এটি বইয়ের মধ্যে নির্দিষ্ট করে দেওয়া থাকে। খ প্রশ্নের উত্তর অনুধাবনমূলক। এ​ ক্ষেত্রে পাঠ্যবইয়ের কোনো বিষয় বুঝে তার ব্যাখ্যা করতে হবে। গ প্রশ্নটি হবে প্রয়োগমূলক। এ​ ক্ষেত্রে উদ্দীপকে উল্লিখিত বিষয় বুঝতে হবে এবং পাঠ্যবইয়ের কোনো সুনির্দিষ্ট ধারণা বা তথ্যের আলোকে তা ব্যাখ্যা করতে হবে। ঘ প্রশ্নটি হবে উচ্চতর দক্ষতাভিত্তিক। এ​ ক্ষেত্রে উদ্দীপকের আলোকে পাঠ্যবইয়ের তথ্য ব্যবহার করে নিজস্ব বিচার–বিশ্লেষণের মাধ্যমে মতামত তুলে ধরতে হবে।

মুহাম্মদ আবু মুছা, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

 

সূএ : প্রথম আলো

Leave a Comment