প্রাথমিকের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা একজন নেতার কী কী গুণ থাকা দরকার

প্রাথমিকের মৌখিক পরীক্ষার অভিজ্ঞতা একজন নেতার কী কী গুণ থাকা দরকার

NT-21K 527

তরিকুল ইসলাম বলেন, ভাইভা বোর্ডে চার থেকে পাঁচ মিনিট প্রশ্ন করা হয় তাঁকে। বোর্ডে তিনজন সদস্য ছিলেন। তাঁকে ১০টির মতো প্রশ্ন করা হয়।

অনুমতি নিয়ে মৌখিক পরীক্ষার কক্ষে প্রবেশ করে ভাইভা বোর্ডের সদস্যদের সালাম দেন তরিকুল ইসলাম।

পরীক্ষক-১: বসতে বললেন এবং সনদসহ সব কাগজ চাইলেন।

পরীক্ষক-৩: কোন বিষয়ে কোথায় স্নাতক করেছেন?

তরিকুল ইসলাম: ব্যবস্থাপনা বিষয়ে, সরকারি তিতুমীর কলেজ।

পরীক্ষক-২: ব্যবস্থাপনার জনক কে?

তরিকুল ইসলাম: হেনরি ফেয়ল

পরীক্ষক-৩: আধুনিক ব্যবস্থাপনার জনক কে?

তরিকুল ইসলাম: পিটার এফ ড্রাকার

পরীক্ষক-২: আচ্ছা বলেন তো নেতা ও ব্যবস্থাপকের মধ্যে কি পার্থক্য আছে?

তরিকুল ইসলাম: নেতা হলেন এমন একজন ব্যক্তি, যিনি একজন মানুষকে নির্দিষ্ট ফলের দিকে এগিয়ে নিয়ে যান। ব্যবস্থাপক সব সময় একটি প্রতিষ্ঠানের লক্ষ্য আদায়ের জন্য দল নিয়ে কাজ করেন।

পরীক্ষক-১: ব্যবস্থাপক কি কখনো নেতা হতে পারেন?

তরিকুল ইসলাম: ব্যবস্থাপক নেতা হতে পারেন, কিন্তু নেতা ব্যবস্থাপক হতে পারেন না।

পরীক্ষক-২: একজন নেতার কী কী গুণ থাকা দরকার?

তরিকুল ইসলাম: নমনীয়তা, সৎ, কর্মীকে কাজে অনুপ্রাণিত করার ক্ষমতা ও ভালো যোগাযোগ ইত্যাদি।

পরীক্ষক-৩: মাসলোর চাহিদা তত্ত্বটি কী?

তরিকুল ইসলাম: মাসলোর চাহিদা তত্ত্ব পাঁচটি বিষয়ের ওপর নির্ভর করে। ১. জৈবিক চাহিদা ২. নিরাপত্তার চাহিদা ৩. সামাজিক চাহিদা ৪. সম্মানের চাহিদা ৫. আত্মতৃপ্তির চাহিদা

পরীক্ষক-১: ছাদের ফুলের বাগান করা কোন চাহিদা?

তরিকুল ইসলাম: আত্মতৃপ্তির চাহিদা

পরীক্ষক-৩: ইআরজি কী বলুন?

তরিকুল ইসলাম: সরি স্যার

পরীক্ষক-২: নৌকাটি ডুবে গেল, অনুবাদ করুন

তরিকুল ইসলাম: The boat was sunk

পরীক্ষক-৩: একটি গান বা কবিতা বলেন?

তরিকুল ইসলাম: ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই…’। গানটি গেয়ে শোনাই।

পরীক্ষক-২: ঠিক আছে, আপনি আসুন।

তরিকুল ইসলাম: ধন্যবাদ দিয়ে কক্ষ থেকে বের হয়ে আসি।

সূত্রঃ প্রথম আলো

Leave a Comment