ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাবির চারুকলা অনুষদের গেটে তালা

ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাবির চারুকলা অনুষদের গেটে তালা

NT-21K 825

ফল পুনর্মূল্যায়নের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালেয়ের (রাবি) চারুকলা অনুষদের গেটে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের পাঁচ শিক্ষার্থীকে পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছেন বিভাগের শিক্ষকরা।

এমন অভিযোগে রোববার (২৮ আগস্ট) সকাল থেকে অনুষদের গেটে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, শিক্ষকদের এমন স্বেচ্ছাচারী আচরণ এবং ইচ্ছাকৃতভাবে ফেল করানোসহ নানা অনিয়মের প্রতিবাদে আমরা ক্লাস-পরীক্ষা বর্জন করে এখানে অবস্থান করছি। পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের দাবি মেনে না নেয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
 
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলব। দুই পক্ষের কথা শুনে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

সূত্রঃ সময় নিউজ 

Leave a Comment