বারির স্নাতক প্রথম বর্ষের ভর্তির সময় বাড়ল

বারির স্নাতক প্রথম বর্ষের ভর্তির সময় বাড়ল

( SA-25k 515)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ৮ নভেম্বর পর্যন্ত ভর্তি হওয়া যাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর আগামী ১ নভেম্বর থেকেই শুরু হবে প্রথমবর্ষের ক্লাস।বুধবার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ অক্টোবর উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির সভা হয়। সেই সভার সিদ্ধান্ত অনুযায়ী রাবিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে ভর্তির তারিখ ৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে ১ম বর্ষের ক্লাস শুরু হবে ১ নভেম্বর থেকে।

এর আগে, গত ২৫, ২৬ এবং ২৭ জুলাই যথাক্রমে রাবির ‘সি’, ‘এ’ এবং ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় ৪ হাজার ৬৪১টি আসনের বিপরীতে ‘সি’ ইউনিটে আবেদনকৃত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৭২ হাজার ৪১০ জন, ‘এ’ ইউনিটে ৬৭ হাজার ২৩৭ জন এবং ‘বি’ইউনিটে ছিল ৩৮ হাজার ৬২১ জন। পরে ২ আগস্ট রাবির তিন ইউনিটের ফল প্রকাশ করা হয়। ভর্তি কার্যক্রম শুরু হয় ১ সেপ্টেম্বর থেকে।

 

 সূএ :news24bd.tv

 

Leave a Comment