স্বাস্থ্য অধিদপ্তরের ষষ্ঠ গ্রেডের মৌখিকের তারিখ প্রকাশ
- September 29, 2022
- 0 Comments
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসের প্রোগ্রামার (ষষ্ঠ গ্রেড) ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (রক্ষণাবেক্ষণ প্রকৌশলী–ষষ্ঠ গ্রেড) পদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় (পিএসসি) থেকে গণমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমআইএসের প্রোগ্রামার (ষষ্ঠ গ্রেড) পদের ৪০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা তিনটি বোর্ডে আগামী ১৯ অক্টোবর ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (রক্ষণাবেক্ষণ প্রকৌশলী–ষষ্ঠ গ্রেড) পদের ২১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা দুটি বোর্ডে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় সকাল ১০টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে ২৭ সেপ্টেম্বর ৮০.১০৭.০১১.০০.০০.০০৭.২০১৭-৫৫৯ নম্বর স্মারকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
সূত্রঃ প্রথম আলো