চবির ৩ বিভাগে পরীক্ষা শুরু ১৩ সেপ্টেম্বর

চবির ৩ বিভাগে পরীক্ষা শুরু ১৩ সেপ্টেম্বর

NT-22K 464

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩টি বিভাগের পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে ০৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই পরীক্ষা।

রবিবার (৪ সেপ্টেম্বর) চবির ডেপুটি রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণিত, বাংলা ও মানব সম্পদ বিভাগের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষার সময়সূচী প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুসারে বিভাগগুলোর পরীক্ষার সূচিঃ

গণিত বিভাগঃ
২০২০ সাল-এম.এস (Applied Mathematics)
কোর্স নং- ৫০২ থেকে পরবর্তী পরীক্ষাসমূহ 
তারিখঃ ১৬ অক্টোবর,২০২২ থেকে ০৪ ডিসেম্বর ,২০২২
সময়ঃ সকাল ১০ টা ৪৫ মিনিট 
 
২০২১ সাল- বি.এসসি ২য় বর্ষ
কোর্স নং- ২০১ থেকে ২০৮
তারিখঃ ২৭ সেপ্টেম্বর,২০২২ থেকে ২৪ নভেম্বর,২০২২
সময়ঃ সকাল ১০ টা ৪৫ মিনিট 

বাংলা বিভাগঃ
২০২১ সাল-বি.এ ১ম বর্ষ
কোর্স নং-১০১ থেকে ০০১
তারিখঃ২৯ সেপ্টেম্বর, ২০২২ থেকে ২০ নভেম্বর, ২০২২
সময়ঃ সকাল ১০ টা ৩০ মিনিট 

মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগঃ
২০২১ সাল-বিবিএ ৩য় সেমিস্টার (নিয়মিত/রিটেক/মানউন্নয়ন) 
কোর্স নং-২০১ থেকে ২০৫
তারিখঃ১৩সেপ্টেম্বর,২০২২ থেকে ২৯ সেপ্টেম্বর,২০২২
সময়ঃ সকাল ১০ টা ৩০ মিনিট 
 
বিস্তারিত সময়সূচী সংশ্লিষ্ট বিভাগ থেকে জানানো হবে।

সূত্রঃ thedailycampus

Leave a Comment