ডিজিটাল মার্কেটিংয়ে সফল ক্যারিয়ার

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গাইডলাইন

NT 32K 594

ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করব। ডিজিটাল প্ল্যাটফর্মে মার্কেটিং এর চাহিদা উচ্চহারে বাড়ছে। বর্তমান সময় হল ডিজিটাল প্রযুক্তির যুগ। বর্তমানের যত রকমের কাজকর্ম হচ্ছে সবই প্রায় ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে। আর সাধারনত এর পরিপ্রেক্ষিতে বড় বড় যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের পণ্য প্রোডাক্ট প্রচারণার জন্য ডিজিটাল মাধ্যমকে ব্যবহার করছে। কেননা আদিম যুগের সনাতন মার্কেটিং করার পদ্ধতির চেয়ে বর্তমানে ডিজিটাল মার্কেটিং মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

তাই সাধারণত ব্যবসাক্ষেত্রে থেকে শুরু করে সব ধরনের প্রচারণায় এখন অনলাইনের মাধ্যমে হচ্ছে। তাছাড়া ক্যারিয়ার হিসেবে অনেকেই এই ডিজিটাল মার্কেটিং কে নিজের পেশা হিসেবে দেশে বেছেও নিচ্ছেন। অনেকে সফল হয়েছেন এর মাধ্যমে এবং নিজের সুন্দর ক্যারিয়ার গড়তে পেরেছেন।

ডিজিটাল মার্কেটিং কি

ডিজিটাল ডিভাইস ও প্রযুক্তির ব্যবহার করার মাধ্যমে কোন প্রোডাক্ট বা পণ্যের প্রসার করাকে বলা হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং। সহজভাবে বলতে গেলে অনলাইনের মাধ্যমে কোন ব্যবসা প্রতিষ্ঠান পূর্ণ বাক্যে প্রচার বা প্রসার করাকেই সাধারণত বলা হয়ে থাকে ডিজিটাল মার্কেটিং। বর্তমানে ডিজিটাল মার্কেটিং হচ্ছে জনপ্রিয় একটি ব্যবসা টেকনিক।

ডিজিটাল মার্কেটিং এ কেন ক্যারিয়ার গড়বেন

প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে উন্নয়ন ঘটেছে বর্তমানে সবক্ষেত্রেই। ব্যবসা ক্ষেত্রে পরিবর্তন ঘটেছে ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের ফলে। মানুষ বর্তমানে কোন পণ্য কেনার আগে সেই পণ্য নিয়ে বিশ্লেষণ করতে পছন্দ করে। মানুষ বাজারে গিয়ে পণ্য কেনা আছে এখন অনলাইনের মাধ্যমে পণ্য কিনতে চাই। কেননা অনলাইনের মাধ্যমে পণ্য কেনা অনেক সহজ এবং এর ফলে তাদের মূল্যবান সময় অনেক বেঁচে যাচ্ছে। তাছাড়া তারা যে পন্যটি অনলাইনের মাধ্যমে কিনছে সেটা সম্পর্কে বিশ্লেষণ তারা সেখানে পেয়ে যাচ্ছে। আর সাধারনত এসব সবকিছুই সম্ভব হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর জন্য। ডিজিটাল মার্কেটিং এর জন্য মানুষের জীবনযাত্রা অনেক সহজতর হয়ে গিয়েছে।ঘরে বসে মানুষ এখন অর্ডার করার মাধ্যমেই পেয়ে যাচ্ছে তার কাঙ্খিত প্রোডাক্ট। প্রোডাক্টের গুণমান বিশ্লেষণ করে ফেলতে পারছে তারা নিমিষেই। তাই ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না। তাই বলাই বাহুল্য ডিজিটাল মার্কেটিং বর্তমান মানুষের জীবনযাত্রা সহজ করে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডিজিটাল মার্কেটিং এর ভবিষ্যৎ

আমরা এখন বসবাস করছি ইন্টারনেটের ডিজিটাল যুগে। বর্তমান বিশ্বের বাজারব্যবস্থা যেভাবে ডিজিটাল ইন্ডাস্ট্রিতে আস্তে আস্তে আস্তে আমার মনে হয় সেদিন আর বেশি দূরে নয় যেদিন মানুষ দোকানে যাওয়া বন্ধ করে দিবে। তারা আস্তে আস্তে অনলাইনে পণ্য কেনার প্রতি আগ্রহ বেশি দেখা যায়। কেননা জনসংখ্যা বাড়ার সাথে সাথে মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে।

তাছাড়া বাজারে গিয়ে পণ্য কিনতে হলে তাদেরকে অনেক সময় নষ্ট করতে হয় কিন্তু সেটা অনলাইনের মাধ্যমে কোনো পণ্য কিনলে করতে হবে না এবং তারা খুব সহজেই সার্চ করে বিভিন্ন ধরনের পণ্য দেখতে পারবেন। আর যদি সে পণ্যটি পছন্দ হয় তাহলে অনলাইনে বিশ্বস্ত বিক্রেতার হাত ধরে সেই পণ্যটি অর্ডার করে কিনে নিতে পারবেন।

আর সাধারনত অনলাইনে এই বাজার ব্যবস্থাটা মূলত ডিজিটাল মার্কেটিং এর উপর নির্ভরশীল। তাই আপনি যদি এক্ষেত্রে ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে নিজেকে যদি ডিজিটাল মার্কেটিং এর দক্ষ করে না তুলতে পারেন তাহলে কোন সময়ে আপনি বর্তমান বাজারে টিকে থাকতে পারবেন না। কেননা আপনার পণ্য কেমন এই বিষয়ে মানুষ যদি অনলাইনে সার্চ করে জানতে না পারে যদি বুঝতে না পারে তাহলে মানুষ আপনার পণ্য কেন কিনবে। তাই আপনি যদি ভবিষ্যতে নিজের ব্যবসার পরিধি বাড়াতে চান বা নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে গড়ে তুলতে চান তাহলে ডিজিটাল মার্কেটিং আপনাকে করতে হবে।

তাছাড়া বর্তমানে যারা ডিজিটাল মার্কেটিং করে থাকেন তাদেরও ব্যাপক সম্ভাবনা রয়েছে এখান থেকে কাজ পাওয়ার। কেননা সময়ের সাথে সাথে ডিজিটাল মার্কেটিং আরো অনেক জনপ্রিয় হয়ে উঠছে। আর বর্তমানে অনেক প্রতিষ্ঠান তাদের ব্যবসা অনলাইনে প্রচারণার জন্য ডিজিটাল মার্কেটার খুঁজে বেড়াচ্ছেন।আপনি যদি এই ক্ষেত্রে দক্ষ একজন ডিজিটাল মার্কেট তার হন তাহলে আপনার ভবিষ্যতের জন্য চিন্তা করা লাগবে না।

ডিজিটাল মার্কেটিং এ ফ্রিল্যান্সিং

মানুষ এখন অনলাইনে ব্যবসার চেয়ে অনলাইনে ব্যবসা কাকে বেশি গুরুত্ব দিচ্ছে। আর এই জন্য সাধারণত বিশ্বের বড় বড় ব্যবসায়ীরা ডিজিটাল মার্কেটিং এর দিকে নজর দিচ্ছে। বর্তমানে এখনই সময় হচ্ছে নিজেকে একজন পরিপূর্ণ দক্ষ ডিজিটাল মার্কেট হিসেবে তৈরি করে নিজের ক্যারিয়ার গঠন করা। আপনি যদি ডিজিটাল মার্কেটিং এর কাজটা ভাল ভাবে শিখতে পারেন তাহলে এই ক্ষেত্রে আপনার কাজের অভাব হবে না। আপনি ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসগুলোতেও ডিজিটাল মার্কেটিং এর প্রচুর কাজ পেয়ে যাবেন।যেসব ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ পাবেন নিচে সেগুলো উল্লেখ করা হলোঃ

১.Upwork.com
২.Freelancer.com
৩.Fivver.com
৪.Toptal.com
৫.Guru99.com

আপনি এই সকল সাইটগুলোতে ডিজিটাল মার্কেটিং এর জন্য অসংখ্য কাজ পেয়ে যাবেন। তবে ডিজিটাল মার্কেটিং করে ভাল ক্যারিয়ার গড়তে হলে অবশ্যই আপনাকে আগে ডিজিটাল মার্কেটিং এর কাজটা পরিপূর্ণ ভাবে শিখতে হবে। তারপর আপনি এই সকল সাইট গুলোতে গিয়ে কাজের জন্য আবেদন করতে পারেন।

ডিজিটাল মার্কেটিং জব

আমি উপরে যে সাইট গুলোর নাম বললাম সেগুলো সাধারনত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনি যদি একজন ভাল ডিজিটাল মার্কেট আর হন তাহলে আপনি এই সাইট গুলোর মাধ্যমে খুব ভালোভাবেই আপনার স্কিলের প্রমাণ দিয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজ পেয়ে যাবেন।

তাছাড়া আপনি চাইলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার কাজের দক্ষতা সম্পর্কে তাদের জানাতে পারেন। তাদের প্রতিষ্ঠানের জন্য যদি কোন ডিজিটাল মার্কেট এর প্রয়োজন হয় এবং তাদের যদি আপনাকে সেই কাজের জন্য উপযুক্ত মনে হয় তাহলে তারাই আপনার সাথে যোগাযোগ করবে।বর্তমানে যেহেতু ডিজিটাল মার্কেটিং এর চাহিদা বিশ্বে বেড়েই চলেছে তাই এই ক্ষেত্রে কাজের জন্য তেমন ভাবতে হয় না। আপনি যদি সঠিকভাবে ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন তাহলে আপনি এর মাধ্যমে নিজের সুন্দর ক্যারিয়ার গড়তে পারবেন। কেননা ব্যবসা যতদিন রয়েছে ডিজিটাল মার্কেটিং এর কাজ ততদিন রয়েছে।

তাই আপনাকে এই ক্ষেত্রে কাজের জন্য কোন চিন্তা করতে হবে বলে আমার মনে হয় না। আপনাকে শুধু নির্দিষ্ট কাজের জন্য দক্ষ হতে হবে তাহলে আপনি সফল মার্কেটার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং এ কিভাবে নিজের ক্যারিয়ার গড়বেন?

এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে, ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেয়া আপনার জন্য কতটা গুরুত্বপূর্ন। আপনি যদি একজন এক্সপার্ট ডিজিটাল মার্কেটার হতে পারেন, তাহলে শুধুমাত্র ফ্রিল্যান্সিং বা জব নয়, নিজে বিজনেস করতে পারবেন। এজন্য আপনাকে একটি অনলাইন মার্কেটিন্নগ এজেন্সি দার করাতে হবে। 

বাস্তব জীবন আর অনলাইন জগতের মধ্যে যদি পার্থক্য খুঁজতে চান, তাহলে এক কথায় বলতে হয় অনলাইন জগত অনেক বেশি স্বচ্ছ। এখানে কাজ পেতে হলে আপনাকে কোন প্রকার ইন্টারভিউ বা সার্টিফিকেট এর প্রয়োজন নেই। আপনার কাজের অভিজ্ঞতা এবং আপনার নিজের পোর্টফোলিও প্রমাণ করবে আপনি কতটা দক্ষ। ডিজিটাল মার্কেটিং এর মূল উদ্দেশ্য হল কোন বিজনেস বা সার্ভিসের ব্র্যান্ডিং বা অনলাইন প্রেজেন্স গ্রো করা। আপনি ডিজিটাল মার্কেটিং শিখার পাশাপাশি নিজের অনলাইন প্রেজেন্স গ্রো করতে থাকুন। এজন্য নিজের একটি ওয়েবসাইট বানিয়ে ফেলুন। অনলাইনে যত প্ল্যাটফর্মে প্রোফাইল তৈরি করা যায়, সব জাগায় নিজের প্রোফাইল তৈরি করে ফেলুন। তারপর আপনি সব জাগায় নিজের এক্টিভিটি বাড়াতে থাকুন। আপনার অনলাইন প্রেজেন্স দেখে এবং আপনার প্রোফাইলের প্রফেশনালিজম দেখে বিজনেস ওনার রা আপনার সাথে যোগাযোগ করবে। তাহলে বুঝতেই পারছেন, নিজের ক্যারিয়ার গড়ার জন্য আপনাকে কখনই কারো কাছে যেতে হবে না। আপনার চেষ্টা এবং পরিশ্রমই যথেষ্ট।

আমাদের শেষ কথা

বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং শিখে রাখাটা খুবই জরুরী। আপনি যদি একটু ধৈর্য ধরে কষ্ট করে ডিজিটাল মার্কেটিং কাজ শিখে নিতে পারেন তাহলে মনে করবেন আপনি ভবিষ্যতের যেকোনো মার্কেটিংয়ের জন্য প্রস্তুত। তবে অবশ্যই এক্ষেত্রে আপনাকে কষ্ট করে ডিজিটাল মার্কেটিং এর সম্পূর্ণ বিষয়টাই শিখতে হবে। অনেক সময় অনেক এক্সপ্রিমেন্ট এবং অনেক অধ্যবসায়ের মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং এ নিজদেরকে দক্ষ হিসেবে তুলে ধরতে পারবো। আপনি যদি এই ক্ষেত্রে কিছুদূর যাওয়ার পর হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি কোন ভাবে সফল হতে পারবেন না।

সূত্রঃ shiksharalo

Post Related Things: সরকারি চাকুরি, বেসরকারি চাকুরী, ব্যাংক জব, এন জি ও জব, প্রাইভেট কোম্পানী জব, ডাক্তার জবস, পুলিশ জব, আইনজীবী চাকুরি,সেনাবাহিনী চাকুরী, বিমান বাহিনী চাকুরী, নেভী চাকুরী, এসএসসি পাস চাকুরী, এইচএসসি পাস চাকুরী, ৫ম শ্রেণী পাস চাকুরী, প্রথম আলো চাকুরী, কালের কন্ঠ চাকুরী, বাংলাদেশ প্রতিদিন চাকুরী, চাকরির খবর, এনটিভি চাকুরি, জাগো জবস, বিডি জবস, আজাদী জবস,

government jobs, govt job, private job, company job, bank jobs, ngo jobs, teacher jobs, education jobs, university jobs, school jobs, chattogram jobs, dhaka jobs, khulna jobs, rajshahi jobs, barishal jobs, rangpur jobs, bdjobs, jagojobsntv jobsprothom alo jobskaler kantho jobsbangladesh pratidin jobsazadi jobs, hsc passed jobs, ssc passed jobs, part time jobs, full time jobs, contractual jobs, foreign jobs, It jobs, army jobsair force jobsnavy jobs, doctor jobs, professor jobs, new job circular 2023, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Leave a Comment