নতুন শিক্ষাক্রমের সুফল পেতে কত বছর লাগবে জানালেন শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রমের সুফল পেতে কত বছর লাগবে জানালেন শিক্ষামন্ত্রী

NT-24K 172

আজকের অনুষ্ঠানে নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাক্রমের মাধ্যমে পরিবর্তন রাতারাতি হয় না, সময় লাগে। কিন্তু যদি খুব ভালোভাবে করতে পারি, তাহলে আগামী বছর থেকে  শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখতে শুরু করবে। তাদের মধ্য দিয়ে তাদের পরিবারে চিন্তাগুলো ও চর্চাগুলো চলে যাবে। তার মধ্য দিয়ে আমরা একটা বড় পরিবর্তন আশা করতে পারি।’

কন্যাশিশুদের অধিকার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘নারীর অবস্থা, পড়াশোনা, তার অধিকার, পোশাকের স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, সম্পত্তির অধিকার এবং ধর্ষণ নিয়েও কথা আছে। যতক্ষণ পর্যন্ত সমাজ মনে করবে ধর্ষণ হলে ধর্ষিতার সম্ভ্রমহানি ঘটে, ততক্ষণ পর্যন্ত ধর্ষণ চলতে থাকবে। তিনি বলেন, ধর্ষণের সঙ্গে সম্ভ্রমের কোনো সম্পর্ক থাকা উচিত নয়।’

নারীর অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

সূত্রঃ প্রথম আলো

Leave a Comment