রাবিতে সেকেন্ড টাইম নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

রাবিতে সেকেন্ড টাইম নিয়ে যা বলছে কর্তৃপক্ষ

NT-23K 926

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রাখার দাবি জানিয়েছেন ২০২১ সালের এইচএসসি উত্তীর্ণরা। তবে বিষয়টি নিয়ে অলোচনা করতে চায় না কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এবং সরকারের উচ্চ পর্যায়ের অনুরোধের কারণে ২০২১-২২ শিক্ষাবর্ষে রাবিতে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছিল। সেসময় রাবি উপাচার্য গণমাধ্যমগুলোকে বলেছিলেন, করোনার ক্ষতি বিবেচনায় কেবলমাত্র এই শিক্ষাবর্ষে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে। এটি পরবর্তী শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে না।

তাদের দাবি, রাবিতে অনেক আগ থেকেই সেকেন্ড টাইম নেই। এটি না রাখার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম হলো বিশ্ববিদ্যালয়ের ধারণ ক্ষমতা। দ্বিতীয়বার  ভর্তি পরীক্ষার সুযোগ দিলে অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়। এতে করে ভর্তি পরীক্ষায় এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। তাই তারা সেকেন্ড টাইম পরীক্ষার সুযোগ দিতে চান না। এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকবে কিনা সেটি নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি। এই কমিটির সভাপতি আমাদের উপাচার্য। সবাই মিলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেকেন্ড টাইম রাখার বিষয়ে জানতে চাইলে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির বলেন, দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের আছে কিনা সেটি দেখতে হবে। সেকেন্ড টাইম রাখা হলে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে কিনা এটিও দেখার বিষয়। আমরা সবকিছু বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেব।

সূত্রঃ thedailycampus

Leave a Comment