NT57K 752
Application Period Extended for Recruitment ATEO – সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে আবেদনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৫৯ জন সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে আবেদনের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা এই পদে ২২ আগস্ট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।
শুরুতে পদে আবেদনের শেষ সময় ছিল গত ২৫ জুলাই। এরপর সেটি বাড়িয়ে ৮ আগস্ট পর্যন্ত করা হয়। এবার তা ২২ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। আগ্রহী চাকরিপ্রার্থীরা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
গত বছরের ২৬ জুন ১৫৯ এটিইও নিয়োগে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল, সেটিতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
আগের বিজ্ঞপ্তিতে আবেদনসংক্রান্ত যে জটিলতা ছিল, সেটি সংশোধন করে নতুন বিজ্ঞপ্তিতে প্রাথমিকের সব শিক্ষকের আবেদনের সুযোগ রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদনের জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণির মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।
বিভাগীয় প্রার্থীরা সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থী বলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যেকোনো শিক্ষককে বোঝানো হয়েছে। বিভাগীয় প্রার্থী হিসেবে চাকরির দুই বছরের অভিজ্ঞতার যে বাধ্যবাধকতা ছিল, সেটিও বাদ দেওয়া হয়েছে।
বিভাগীয় প্রার্থীদের বয়স ৪৫ বছর হলেও আবেদন করতে পারবেন। করোনাভাইরাসের কারণে চাকরির বয়স কমানোর যে প্রজ্ঞাপন দিয়েছিল সরকার, সেই শর্ত অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর ছিল, তাঁরাও আবেদন করতে পারবেন।
You can see these Job News posts also on our Facebook.
Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group
আরও পড়ুন
― চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন
Post Related Things:
Jobs exam alert , Job news , Job news today , Job newspaper , Bdjobs govt , Bdjobs kb , BDjobs circular , Jagojobs , Ntv jobs , Ntv jobs news , Prothom alo jobs , Prothom alo job circular today, Bangladesh pratidin jobs , Bangladesh pratidin job circular , Azadi jobs , Azadi jobs in Chittagong , বেসরকারি চাকরি খবর , সরকারি চাকরি খবর , Prothom alo chakri bakri , বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকের খবর , চাকরির খবর , সাপ্তাহিক চাকরির খবর 2023 , আজকের চাকরি খবর , আজকের চাকরির খবর 2023 , জাগো জবস , জাগো নিউজ , বিডি জবস , আজাদী জবস , আজাদী , New job exam, Exam result, পূবালী ব্যাংক লিমিটেড job news