Everything You Need to Know About Study in Canada

NT47K157

Study in Canada – স্থায়ীভাবে বসবাস ও নাগরিকত্বের জন্য কানাডা সব সময়ই অভিবাসীদের পছন্দের তালিকার শীর্ষের দিকে থাকে।

পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে উত্তর আমেরিকার দেশ কানাডা। অর্থনীতির চাকা সচল রাখার জন্য কানাডা প্রতিবছর ৩ লাখের ওপর ইমিগ্র্যান্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এনে থাকে। আজ থেকে ২০–৩০ বছর আগেও কানাডার ইমিগ্রেশন অনেক সহজ ছিল। দিনে দিনে কানাডা ইমিগ্রেশন সিস্টেমকে জটিল করে ফেলছে। কারণ তারা প্রচুর দরখাস্ত পায়, ফলে অনেক যাচাই-বাছাই করে কানাডা বিদেশ থেকে লোক আনে। 

কানাডার ইমিগ্রেশন কয়েকটি বিভাগে বিভক্ত 

(১) এক্সপ্রেস এন্ট্রি (Express Entry)

উচ্চ-দক্ষ কর্মীদের চাহিদা ভিত্তিতে ২০১৫  সালে কানাডা সরকার এক্সপ্রেস এন্ট্রি চালু করে। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের প্রসেসিং সময় আনুমানিক ৯ থেকে ১২ মাস হয়ে থাকে। 

যোগ্যতাসমূহঃ

আইইএলটিএস স্কোর ৭.৫ এবং বয়স ৩০ এর নিচে থাকতে হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

(২) আটলান্টিক ইমিগ্রেশন পাইলটঃ

কানাডায় স্থায়ী বসবাসের জন্য আন্তর্জাতিক দক্ষ জনশক্তিরা আটলান্টা প্রভিন্স এ আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

(৩) কুইবেক ইমিগ্রেশনঃ

কুইবেক এর ইমিগ্রেশন প্রক্রিয়া অন্যান্য ইমিগ্রেশনগুলো থেকে সম্পূর্ণ আলাদা এবংস্বতন্ত্র। বছরের যে কোনো সময় নির্দিষ্ট কোটা উল্লেখ করে তাদের প্রোগ্রাম ঘোষণা দেওয়া হয়।

(৪) আলবার্টা ইমিগ্র্যান্ট নমিনি প্রোগ্রামঃ

কম্পিউটার নেটওয়ার্ক টেকনিশিয়ান, সফটওয়ার ইঞ্জিনিয়ার, কম্পিউটার প্রোগ্রামার, নার্স, রেস্টুরেন্ট ম্যানেজার, সেলসম্যান, হেলথকেয়ার ম্যানেজার, অ্যাকাউনটেন্ট পেশার মানুষেরা এই প্রোগ্রামের জন্য  আবেদন করতে পারবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

(৫) স্টুডেন্ট ইমিগ্রেশনঃ

কানাডার ষ্টুডেন্ট ভিসা পেতে আপনাকে প্রথমে কানাডার যে =কোন একটি বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেতে হবে।  এ জন্য আপনাকে প্রথমে আপনার পছন্দসই একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে।  বিশ্ববিদ্যালয়ের ওয়েবে প্রদত্ত আবেদন করার নিয়ম অনুসারে আবেদন করে, উক্ত বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার সংগ্রহ করে নিতে হবে।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

ভিজিট ভিসা

কানাডায় যারা ভিজিট ভিসায় বেড়াতে আসতে চান। আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সাথে দেখা করতে আসতে চান তাদের জন্য। 

বিস্তারিত জানতে ক্লিক করুন 

৬.বিয়ে করে স্পাউস ভিসায় কানাডায় আসা যায়

কেউ যদি কানাডার কোন নাগরিক বা অভিবাসিকে বিয়ে করেন সেক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করে, ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে আসতে পারেন। সে প্রক্রিয়াও সময় সাপেক্ষ বিষয়। সেক্ষেত্রে আপনাকে একজন ভাল ও নিরাপদ অভিবাসি পেতে হবে যাকে বিয়ে করে আপনি স্পাউস ভিসায় কানাডায় আসতে পারবেন।

বিস্তারিত জানতে ক্লিক করুন

যে যে বিষয় মাথায় রাখতে হবে

(১) প্রয়োজনীয় নথিপত্রের নামের বানানঃ

কারও নামের শুরুতে এক জায়গায় শুধু মো. থাকে, আবার অন্য জায়গায় মোহাম্মদ থাকে, আবার কোথাও মুহাম্মদ থাকে। সব ডকুমেন্টে একই ধরনের বানান থাকা উচিত, তা না হলে আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। 

(২) পারসোনাল ইনফরমেশন ডকুমেন্টঃ

যিনি আবেদন করবেন, তাঁর এবং তাঁর ডিপেন্ডেডের (স্বামী/স্ত্রী, সন্তান) মেশিন রিডেবল পাসপোর্ট এবং আবেদনপ্রক্রিয়া চলার সময় কমপক্ষে ছয় মাস পাসপোর্টের মেয়াদ থাকতে হবে। আবেদনপ্রক্রিয়া চলার মধ্যে মেয়াদ শেষ হওয়ার কমপক্ষে ছয় মাস আগে পাসপোর্ট নবায়ন করে নিতে হবে। আবেদনকারী এবং তাঁর ডিপেন্ডেডদের জন্মনিবন্ধন থাকতে হবে। জন্মনিবন্ধন হতে হবে সরকার প্রদত্ত প্রকৃত জন্মনিবন্ধন।

(৩) শিক্ষাগত ও ভাষাগত যোগ্যতাঃ

মনে রাখতে হবে, আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, তবে আপনাকে একাডেমিক আইইএলটিএস পরীক্ষা দিতে হবে। আর প্রায় অন্য সব ভিসার জন্য আপনাকে ‘জেনারেল’ আইইএলটিএস দিতে হবে।

(৪) সেটেলমেন্ট ফান্ডঃ

ভিসার জন্য আপনাকে ব্যাংকে সেটেলমেন্ট ফান্ড দেখাতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে টাকার পরিমাণের ভিন্নতা রয়েছে। সে ক্ষেত্রে ওরা যে টাকার পরিমাণের কথা আপনাকে বলবে, সেই পরিমাণ টাকা ক্যাশ আকারে ব্যাংকে থাকা ভালো। এ টাকা বিভিন্নভাবে থাকতে পারে। যেমন ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র, চলতি হিসাব, প্রভিডেন্ট ফান্ড, শেয়ারবাজার ইত্যাদি। 

(৫) কাজের অভিজ্ঞতাঃ

কানাডায় আবেদনের ক্ষেত্রে ওয়ার্ক এক্সপেরিয়েন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেবেন না। যেমন আপনার বা আপনার স্পাউসের যদি বিভিন্ন প্রতিষ্ঠানে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকে, তবে প্রতিটির জন্য আলাদা আলাদা অভিজ্ঞতার সনদপত্র জোগাড় করতে হবে। 

 

You can see these Education/Scholarship posts also on our Facebook.

Page- jobmatchingbd.com
Group- jobmatchingbd.com-Group

 

আরও পড়ুন

            ― সরকারি চাকুরির বিজ্ঞপ্তি দেখুন

            ― চাকুরির পরীক্ষার রুটিন ও ফলাফল জানুন

            ― নতুন পুরাতন পণ্য বেচা-কেনা করুন


Post Related Things:

University admissions in Bangladesh , university admissions bd , admission date , medical admission requirements in Bangladesh , professional training courses in Bangladesh , skills development in Bangladesh , job interview questions in Bangladesh , cv writing format in Bangladesh , Job exam preparation in Bangladesh , job exam preparation , education in Bangladesh,

 

Leave a Comment